সোহারাফ হোসেন সৌরাভ, সাতক্ষীরা :
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী বলেছেন, ইতিমধ্য আপনারা দেখতে পেয়েছেন বর্তমান অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনুস সাহেব বাংলাদেশে আগামী ২৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে একটি নির্বাচনের সময়ক্ষণ ঠিক করেছেন।
এই বার্তাটি অনেক আগে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে দিয়েছেন। গত ৫ তারিখে সেই ঘোষণা ইতিমধ্য আপনারা পেয়েছেন সরকারিভাবে। বাংলাদেশ ইতিমধ্য নির্বাচনের ট্রাঙ্কে উঠে গেছে। আমরা আগামী ২৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে একটি নির্বাচনের মুখোমুখি হতে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের প্রথম বার্তা। আর নির্বাচনের মুখোমুখি হতে হলে আপনারা সবাই জানেন বিএনপি একটি উদর গণতন্ত্র পন্থী রাজনৈতিক দল বিএনপি একটি নির্বাচনী রাজনৈতিক দল। বিএনপির সব সময় নির্বাচনকে সম্মান করে
রোববার (১০ আগস্ট) সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের তৃণমূল নেতাকর্মীদের সাথে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির হল রুমে মতবি
নিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট কামরুজ্জামান ভূট্টো সভাপতিত্বে ও সদস্য সচিব শরিফুজ্জামান সজিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি নেছারউদ্দিন শফি, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক প্রভাষক আনোয়ারুল ইসলাম, যুগ্ম আহবায়ক রুহুল আমিন পাড়, আসাদুজ্জামান খোকা, মনজুরুল মোর্শেদ মিলন, মহাসিন আলম, খালিদ হাসান সুমন, মো. রাজিবুল ইসলাম,দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন, প্রমুখ।