সোহারাফ হোসেন সৌরাভ সাতক্ষীরা :
সাতক্ষীরা সীমান্ত দিয়ে ১৪ বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার সাতক্ষীরার কুশখালী সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে এসব বাংলাদেশীদের হস্তান্তর করে বিএসএফ।
এসময় ভারতীয় আমুদিয়া বিএসএফ ক্যাম্পের কমান্ডার বিকাশ কুমার এবং বাংলাদেশের কুশখালী বিজিবি ক্যাম্পের কমান্ডার হাছিবুর রহমান উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা ৩৩বিজিবি’র প্রেস ইউং কর্মকর্তা মিলন হোসেন জানান, ওই ১৪ জন সাতক্ষীরা,ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জেলার নাগরিক। তারা অবৈধভাবে ভারতে ছিলো। বিএসএফ তাদের আটক করে। পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করে আটককৃতরা বাংলাদেশী নাগরিক হওয়ায় আন্তজার্তিক আইন মেনে আমাদের কাছে হস্তান্তর করেছে। রাতেই তাদেরকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল জানান, পতাকা বৈঠকের মাধ্যমে ১৪ বাংলাদেশীকে গ্রহণ করে বিজিবি থানায় শনিবার রাতে জমা দিয়েছে। রোববার তাদেরকে স্বজনদের কাছে দেওয়ার প্রক্রিয়া চলছে।
























































