শিরোনাম :
Logo পলাশবাড়ীতে শিশু ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত আটক Logo রাবি প্রোভিসির ফেসবুক স্টোরিতে ভেসে উঠল শিক্ষক নিয়োগে জামায়াত নেতার সুপারিশ Logo মাগুরায় রেমিট্যান্স যোদ্ধা দিবস পালিত Logo ঢাকাবাসীর প্রতি ছাত্রদলের অগ্রিম দুঃখ প্রকাশ Logo শার্শায় হতদরিদ্রের খাদ্য সহায়তা কর্মসূচির চাল ছিনতাইয়ের অভিযোগে আটক-২ Logo পুলিশে সুমাইয়া জাফরিন নামে কোনো নারী কর্মকর্তা নেই: পুলিশ সদর দপ্তর Logo খুবিতে ‘শান্তি প্রতিষ্ঠায় কলা ও মানবিকীবিদ্যা’ শীর্ষক দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু Logo আওয়ামী লীগ অপকর্ম করতে চাইলে কোনভাবেই ছাড় দেয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা Logo ইসলাম ও স্বাধীনতার দুশমনদের এদেশে রাজনীত করার কোনো অধিকার নেই : আল্লামা মামুনুল হক …….. আল্লামা মামুনুল হক Logo পলাশবাড়ীতে চেকপোস্টে ফেন্সিডিল ও নগদ লাখ টাকাসহ গ্রেফতার মাদককারবারি

ইরানে ইসরায়েলের হামলার প্রতিবাদে ঢাবিতে ইনকিলাব মঞ্চের মানববন্ধন

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; highlight: true; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 32768;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 45;

ঢাকা, ১৮ জুন: ইরানে দখলদার জায়োনিস্ট ইসরায়েলের বর্বরোচিত হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে ‘ইনকিলাব মঞ্চ’। আজ বুধবার বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সংগঠনটি আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, জায়োনিস্ট ইসরায়েল বিশ্বের বিভিন্ন দেশে আগ্রাসন চালিয়ে মানবাধিকার লঙ্ঘন করছে। ইরানে সাম্প্রতিক হামলা আন্তর্জাতিক আইন ও মানবিক মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থী।

মানববন্ধনে বক্তব্য রাখেন ইনকিলাব মঞ্চের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল জাবির ও ইনকিলাব মঞ্চের বিভিন্ন নেতাকর্মীরা।

আব্দুল্লাহ আল জাবির বলেন, “ইরানের উপর এই হামলা শুধু একটি রাষ্ট্রের উপর নয়, বরং গোটা মুসলিম বিশ্বের অস্তিত্বের উপর হামলা। এর বিরুদ্ধে আমাদের সোচ্চার হওয়া জরুরি।
আমাদের দক্ষিণ এশিয়ায় ইজরাইলি একটি রাষ্ট্র রয়েছে, তাদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে যেন আমাদের সার্বভৌমত্ব্যে কোন হস্তক্ষেপ করতে না পারে।

ফাহিম আব্দুল্লাহ বলেন , “যেখানে বিশ্বশক্তিগুলো নিশ্চুপ, সেখানে সাধারণ জনগণকেই রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে হবে। জায়োনিস্ট ইসরায়েলের অপরাধের বিরুদ্ধে বাংলাদেশসহ বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হতে হবে।”

ইনকিলাব মঞ্চের নেতারা জানিয়েছেন, এই মানববন্ধন শুধু প্রতিবাদের একটি ধাপ। ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচির মাধ্যমে তারা আন্তর্জাতিক অপরাধের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখতে চান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে শিশু ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত আটক

ইরানে ইসরায়েলের হামলার প্রতিবাদে ঢাবিতে ইনকিলাব মঞ্চের মানববন্ধন

আপডেট সময় : ০৫:১২:৫০ অপরাহ্ণ, বুধবার, ১৮ জুন ২০২৫

ঢাকা, ১৮ জুন: ইরানে দখলদার জায়োনিস্ট ইসরায়েলের বর্বরোচিত হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে ‘ইনকিলাব মঞ্চ’। আজ বুধবার বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সংগঠনটি আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, জায়োনিস্ট ইসরায়েল বিশ্বের বিভিন্ন দেশে আগ্রাসন চালিয়ে মানবাধিকার লঙ্ঘন করছে। ইরানে সাম্প্রতিক হামলা আন্তর্জাতিক আইন ও মানবিক মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থী।

মানববন্ধনে বক্তব্য রাখেন ইনকিলাব মঞ্চের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল জাবির ও ইনকিলাব মঞ্চের বিভিন্ন নেতাকর্মীরা।

আব্দুল্লাহ আল জাবির বলেন, “ইরানের উপর এই হামলা শুধু একটি রাষ্ট্রের উপর নয়, বরং গোটা মুসলিম বিশ্বের অস্তিত্বের উপর হামলা। এর বিরুদ্ধে আমাদের সোচ্চার হওয়া জরুরি।
আমাদের দক্ষিণ এশিয়ায় ইজরাইলি একটি রাষ্ট্র রয়েছে, তাদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে যেন আমাদের সার্বভৌমত্ব্যে কোন হস্তক্ষেপ করতে না পারে।

ফাহিম আব্দুল্লাহ বলেন , “যেখানে বিশ্বশক্তিগুলো নিশ্চুপ, সেখানে সাধারণ জনগণকেই রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে হবে। জায়োনিস্ট ইসরায়েলের অপরাধের বিরুদ্ধে বাংলাদেশসহ বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হতে হবে।”

ইনকিলাব মঞ্চের নেতারা জানিয়েছেন, এই মানববন্ধন শুধু প্রতিবাদের একটি ধাপ। ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচির মাধ্যমে তারা আন্তর্জাতিক অপরাধের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখতে চান।