শিরোনাম :
Logo শেখ হাসিনা তরুনদের শরীরে ফ্যাসিবাদ বিরোধী ভ্যাকসিন দিয়ে গেছেন: ফারুক ওয়াসিফ Logo বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে এআই: ডাব্লিউটিও Logo আফগানিস্তানকে টপকে নবম স্থানে বাংলাদেশ Logo বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে Logo ইউএনজিএ-তে যোগ দিতে ২২ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করবেন প্রধান উপদেষ্টা: রোহিঙ্গা, সংস্কার ও গণতন্ত্র ইস্যু প্রাধান্য পাবে এজেন্ডায় Logo কয়রায় মিথ্যা মানববন্ধনের অভিযোগে সংবাদ সম্মেলন Logo পলাশবাড়ীতে ভেঙ্গেপড়া ব্রীজ দিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলাচল। Logo সিরাজগঞ্জে রেলওয়ে প্রকল্প থেকে রেলের শীট ও ভ্যান জব্দ, চুরি আতঙ্কে এলাকাবাসী Logo সিরাজগঞ্জে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন Logo চাঁদপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার এস এম এন জামিউল হিকমা

আরও দুই মোসাদের গুপ্তচর গ্রেপ্তার

তেহরান থেকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের আরও দুই সদস্যকে গ্রেপ্তারের দাবি করেছে ইরান।

রোববার (১৫ জুন) দেশটির পুলিশের বরাতে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, পৃথক অভিযানে এই দুই মোসাদ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় বিপুল পরিমাণ বিস্ফোরকও জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ইসলামিক প্রজাতন্ত্র ইরানের পুলিশ কমান্ডের মুখপাত্র সাঈদ মন্তাজের আল-মাহদি বলেছেন, “তেহরান প্রদেশের রে কাউন্টির ফাশাফুয়েহ জেলায় দুই মোসাদ সদস্যকে শনাক্ত করা হয় এবং তাদের গ্রেপ্তার করা হয়।”

মুখপাত্র আরও জানান, “দুজনের কাছ থেকে ২০০ কিলোগ্রামেরও বেশি বিস্ফোরক, ২৩টি ড্রোনের সরঞ্জাম, লঞ্চার এবং অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে। একটি নিসান পিকআপ ট্রাকও জব্দ করা হয়েছে।”

এর আগে গত শুক্রবার হঠাৎ করেই ইসরায়েল ইরানে হামলা চালায়। ইরানের ভূখণ্ডের ভেতরে, আবাসিক ভবনসহ সামরিক ও পারমাণবিক বিভিন্ন স্থাপনায় হামলা শুরু করে। তখন থেকেই ইসরায়েলি গোয়েন্দা সংস্থার কর্মীরা ইরানের ভেতরে নাশকতার চেষ্টা করে আসছে বলে প্রতিবেদনে বলা হয়। বিস্ফোরক বহনকারী ছোট ড্রোন ব্যবহার করে বিভিন্ন স্থানে তারা হামলা চালানোর চেষ্টা করছে বলেও জানা যায়।

এর আগে গতকাল রোববার ভোরে তেহরান প্রদেশের সংলগ্ন আলবোর্জ প্রদেশের সাভোজবোলাঘ কাউন্টিতে আরও দুই মোসাদ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল। টানা তৃতীয় দিনের মতো গতকাল রোববার দিন এবং রাতে ইরান এবং ইসরায়েল পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। এরইমধ্যে তেহরান তেল আবিব, জেরুজালেম এবং হাইফাসহ অন্যান্য লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে আঘাত করছে।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনা তরুনদের শরীরে ফ্যাসিবাদ বিরোধী ভ্যাকসিন দিয়ে গেছেন: ফারুক ওয়াসিফ

আরও দুই মোসাদের গুপ্তচর গ্রেপ্তার

আপডেট সময় : ১২:০১:৫৩ অপরাহ্ণ, সোমবার, ১৬ জুন ২০২৫

তেহরান থেকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের আরও দুই সদস্যকে গ্রেপ্তারের দাবি করেছে ইরান।

রোববার (১৫ জুন) দেশটির পুলিশের বরাতে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, পৃথক অভিযানে এই দুই মোসাদ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় বিপুল পরিমাণ বিস্ফোরকও জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ইসলামিক প্রজাতন্ত্র ইরানের পুলিশ কমান্ডের মুখপাত্র সাঈদ মন্তাজের আল-মাহদি বলেছেন, “তেহরান প্রদেশের রে কাউন্টির ফাশাফুয়েহ জেলায় দুই মোসাদ সদস্যকে শনাক্ত করা হয় এবং তাদের গ্রেপ্তার করা হয়।”

মুখপাত্র আরও জানান, “দুজনের কাছ থেকে ২০০ কিলোগ্রামেরও বেশি বিস্ফোরক, ২৩টি ড্রোনের সরঞ্জাম, লঞ্চার এবং অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে। একটি নিসান পিকআপ ট্রাকও জব্দ করা হয়েছে।”

এর আগে গত শুক্রবার হঠাৎ করেই ইসরায়েল ইরানে হামলা চালায়। ইরানের ভূখণ্ডের ভেতরে, আবাসিক ভবনসহ সামরিক ও পারমাণবিক বিভিন্ন স্থাপনায় হামলা শুরু করে। তখন থেকেই ইসরায়েলি গোয়েন্দা সংস্থার কর্মীরা ইরানের ভেতরে নাশকতার চেষ্টা করে আসছে বলে প্রতিবেদনে বলা হয়। বিস্ফোরক বহনকারী ছোট ড্রোন ব্যবহার করে বিভিন্ন স্থানে তারা হামলা চালানোর চেষ্টা করছে বলেও জানা যায়।

এর আগে গতকাল রোববার ভোরে তেহরান প্রদেশের সংলগ্ন আলবোর্জ প্রদেশের সাভোজবোলাঘ কাউন্টিতে আরও দুই মোসাদ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল। টানা তৃতীয় দিনের মতো গতকাল রোববার দিন এবং রাতে ইরান এবং ইসরায়েল পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। এরইমধ্যে তেহরান তেল আবিব, জেরুজালেম এবং হাইফাসহ অন্যান্য লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে আঘাত করছে।