শুক্রবার | ৫ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo টেকনাফে ইঞ্জিন বিকল হওয়া যাত্রীবাহী বোটসহ ৪৫ জন যাত্রী উদ্ধার Logo খুবিতে ইউনেস্কো ও ইউজিসির উদ্যোগে পিয়ার-টু-পিয়ার ওরিয়েন্টেশন Logo সাতক্ষীরা–কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযান পাঁচ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ Logo আগামী নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান Logo টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ গোলা-বারুদসহ দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ Logo গাইবান্ধা এলোপাথাড়ি ছুরিকাঘাতে নিহত যুবক Logo খুবিতে আসন্ন ভর্তি পরীক্ষা: নিরাপত্তা প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা Logo প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য একাডেমির ‘হেমন্তসন্ধ্যা ও হাঁস পার্টি’ অনুষ্ঠিত হয়েছে Logo টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ গোলা-বারুদসহ দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ Logo সদরপুরে ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা

শিক্ষা উন্নয়নের প্রত্যয়ে ঢাকায় সংসদ নির্বাচন করবেন হাবিপ্রবি’র শিক্ষার্থী তানভীর

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ তানভীর হোসাইন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার যেকোনো একটি আসন থেকে সংসদ সদস্য পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। শিক্ষা ব্যবস্থায় গুণগত পরিবর্তন আনার লক্ষ্যেই তার এই রাজনৈতিক যাত্রার সূচনা।

তানভীর হোসাইন শুধু একজন শিক্ষার্থী নন, তিনি একাধারে হাবিপ্রবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক এবং জাতীয় দৈনিক মানবকণ্ঠের মাল্টিমিডিয়া স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

তিনি পাঁচ বছর আগে প্রতিষ্ঠা করেন “আটপাড়া স্টুডেন্টস’ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন” নামক একটি শিক্ষাবিষয়ক সংগঠন, যা নেত্রকোনার আটপাড়ায় শিক্ষার প্রসার, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তানভীর বলেন, “প্রতিনিয়ত কাজ করতে গিয়ে দেখেছি, নীতিনির্ধারণী পর্যায়ে না পৌঁছানো পর্যন্ত বাস্তব পরিবর্তন আনা কঠিন। তাই আমি রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখতে চাই, যাতে শিক্ষা খাতে দীর্ঘমেয়াদী ও কার্যকর পরিবর্তন আনা যায়।”

তানভীরের এই ঘোষণায় হাবিপ্রবির শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। তারা বিশ্বাস করেন, বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী, সচেতন এবং কর্মঠ শিক্ষার্থী যদি সংসদে পৌঁছান, তাহলে তরুণদের কণ্ঠস্বর আরও জোরালো হবে।

একইসঙ্গে, নেত্রকোনার আটপাড়া উপজেলার সাধারণ মানুষ ও সংগঠনের সদস্যরাও তানভীরের রাজনৈতিক অভিযাত্রায় দারুণ আশাবাদী। সামাজিক যোগাযোগমাধ্যমে ও স্থানীয়ভাবে তারা শুভকামনা জানিয়ে বলছেন, “তানভীর আমাদের গর্ব। আমরা তার পাশে আছি, পাশে থাকব।”

তরুণদের মধ্য থেকে রাজনৈতিক নেতৃত্বে উঠে আসার এই উদ্যোগ ইতোমধ্যেই সামাজিক অঙ্গনে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।

তানভীর হোসাইন চান, শিক্ষা হোক অধিকার, শিক্ষা হোক অগ্রগতির প্রথম সোপান — আর সেই লক্ষ্যেই আগামী নির্বাচনে অংশগ্রহণ করার তার এই সাহসী পদক্ষেপ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে ইঞ্জিন বিকল হওয়া যাত্রীবাহী বোটসহ ৪৫ জন যাত্রী উদ্ধার

শিক্ষা উন্নয়নের প্রত্যয়ে ঢাকায় সংসদ নির্বাচন করবেন হাবিপ্রবি’র শিক্ষার্থী তানভীর

আপডেট সময় : ০৮:২৬:১৮ পূর্বাহ্ণ, সোমবার, ৯ জুন ২০২৫

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ তানভীর হোসাইন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার যেকোনো একটি আসন থেকে সংসদ সদস্য পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। শিক্ষা ব্যবস্থায় গুণগত পরিবর্তন আনার লক্ষ্যেই তার এই রাজনৈতিক যাত্রার সূচনা।

তানভীর হোসাইন শুধু একজন শিক্ষার্থী নন, তিনি একাধারে হাবিপ্রবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক এবং জাতীয় দৈনিক মানবকণ্ঠের মাল্টিমিডিয়া স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

তিনি পাঁচ বছর আগে প্রতিষ্ঠা করেন “আটপাড়া স্টুডেন্টস’ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন” নামক একটি শিক্ষাবিষয়ক সংগঠন, যা নেত্রকোনার আটপাড়ায় শিক্ষার প্রসার, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তানভীর বলেন, “প্রতিনিয়ত কাজ করতে গিয়ে দেখেছি, নীতিনির্ধারণী পর্যায়ে না পৌঁছানো পর্যন্ত বাস্তব পরিবর্তন আনা কঠিন। তাই আমি রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখতে চাই, যাতে শিক্ষা খাতে দীর্ঘমেয়াদী ও কার্যকর পরিবর্তন আনা যায়।”

তানভীরের এই ঘোষণায় হাবিপ্রবির শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। তারা বিশ্বাস করেন, বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী, সচেতন এবং কর্মঠ শিক্ষার্থী যদি সংসদে পৌঁছান, তাহলে তরুণদের কণ্ঠস্বর আরও জোরালো হবে।

একইসঙ্গে, নেত্রকোনার আটপাড়া উপজেলার সাধারণ মানুষ ও সংগঠনের সদস্যরাও তানভীরের রাজনৈতিক অভিযাত্রায় দারুণ আশাবাদী। সামাজিক যোগাযোগমাধ্যমে ও স্থানীয়ভাবে তারা শুভকামনা জানিয়ে বলছেন, “তানভীর আমাদের গর্ব। আমরা তার পাশে আছি, পাশে থাকব।”

তরুণদের মধ্য থেকে রাজনৈতিক নেতৃত্বে উঠে আসার এই উদ্যোগ ইতোমধ্যেই সামাজিক অঙ্গনে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।

তানভীর হোসাইন চান, শিক্ষা হোক অধিকার, শিক্ষা হোক অগ্রগতির প্রথম সোপান — আর সেই লক্ষ্যেই আগামী নির্বাচনে অংশগ্রহণ করার তার এই সাহসী পদক্ষেপ।