মেট্রোরেল ও আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ১২:৫৯:০৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
  • ৭১১ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে রাজধানীতে পুনরায় চালু হয়েছে গণপরিবহন ও রেল যোগাযোগ। আজ মঙ্গলবার (১ এপ্রিল) সকাল থেকে মেট্রোরেল ও বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হয়েছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) আগেই ঘোষণা দিয়েছিল, ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকলেও অন্যান্য দিনে নির্ধারিত সময় অনুযায়ী ট্রেন চলবে। এ অনুযায়ী, মঙ্গলবার সকাল ৭টা ১০ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম মেট্রোরেল যাত্রা শুরু করে মতিঝিলের উদ্দেশ্যে। একইভাবে, সকাল সাড়ে ৭টায় প্রথম ট্রেন মতিঝিল থেকে উত্তরা উত্তর স্টেশনের দিকে ছেড়ে যায়।

এদিকে, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন আগেই জানিয়েছিলেন, ঈদের দিন আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ থাকবে। তবে ঈদের আগে সব ট্রেনের ডে-অফ বাতিল থাকায় যাত্রীদের চাপ সামলাতে বাড়তি ট্রেন পরিচালনা করা হয়েছিল।

ঢাকা রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, ঈদের ছুটির পর প্রথম আন্তঃনগর ট্রেন হিসেবে পর্যটক এক্সপ্রেস ভোর ৬টা ১৫ মিনিটে কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে যায়।

ট্যাগস :

মেট্রোরেল ও আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

আপডেট সময় : ১২:৫৯:০৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে রাজধানীতে পুনরায় চালু হয়েছে গণপরিবহন ও রেল যোগাযোগ। আজ মঙ্গলবার (১ এপ্রিল) সকাল থেকে মেট্রোরেল ও বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হয়েছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) আগেই ঘোষণা দিয়েছিল, ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকলেও অন্যান্য দিনে নির্ধারিত সময় অনুযায়ী ট্রেন চলবে। এ অনুযায়ী, মঙ্গলবার সকাল ৭টা ১০ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম মেট্রোরেল যাত্রা শুরু করে মতিঝিলের উদ্দেশ্যে। একইভাবে, সকাল সাড়ে ৭টায় প্রথম ট্রেন মতিঝিল থেকে উত্তরা উত্তর স্টেশনের দিকে ছেড়ে যায়।

এদিকে, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন আগেই জানিয়েছিলেন, ঈদের দিন আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ থাকবে। তবে ঈদের আগে সব ট্রেনের ডে-অফ বাতিল থাকায় যাত্রীদের চাপ সামলাতে বাড়তি ট্রেন পরিচালনা করা হয়েছিল।

ঢাকা রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, ঈদের ছুটির পর প্রথম আন্তঃনগর ট্রেন হিসেবে পর্যটক এক্সপ্রেস ভোর ৬টা ১৫ মিনিটে কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে যায়।