মুন্সীগঞ্জে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে বিদ্যালয়ের নৈশপ্রহরীকে গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ প্রহরী আবুল হোসেনকে (৫৫) উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) বেলা ১১টার দিকে শহরের কোর্টগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সোমবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে কোর্টগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতর আট বছর বয়সী ছাত্রীকে যৌন হয়রানি করে অভিযুক্ত প্রহরী। পরে মঙ্গলবার সকালে ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী বিদ্যালয়ে যান। এরপর শ্রেণিকক্ষের ভেতর নৈশপ্রহরীকে আটকে গণপিটুনি দেন বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নৈশপ্রহরীকে উদ্ধার করে।
ভুক্তভোগী ছাত্রীর বড় ভাই বলেন, ‘স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কুচকাওয়াজের রিহার্সেল করার জন্য আমার বোন সোমবার সকালে স্কুলে যায়। ওই সময় আমার বোনকে ধর্ষণের চেষ্টা করে বিদ্যালয়ের প্রহরী। এরপর বোন বাড়িতে এসে ঘটনা খুলে বলে।’
এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হুমায়ুন কবীর জানান, ধর্ষণের অভিযোগে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আটকে রেখে নৈশপ্রহরীকে মারধর করার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় বিক্ষুব্ধ এলাকাবাসীর হাত থেকে তাকে উদ্ধার করা হয়।
তিনি বলেন, ‘ছাত্রীর পরিবার লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’