শিরোনাম :
Logo মৃত্যুদণ্ড বজায় রেখে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশের খসড়া অনুমোদন Logo সিরাজদিখানে মরহুম হাজী জয়নাল আবেদীন মাষ্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দুটি ফাইনাল খেলা অনুষ্ঠিত Logo ঢাকায় হামলার প্রতিবাদে খুবিতে প্রকৌশল অধিকার দাবিতে মানববন্ধন Logo চিকিৎসার অভাবে মানবেতর জীবন যাপন করছেন প্রবাসফেরত ইসমাইল হোসেন Logo চিত্রা-নড়াইল জেলা ছাত্রকল্যাণ ফাউন্ডেশনের নেতৃত্বে আরমান ও বোরহান Logo চাঁদপুর সদরের জনবান্ধব ইউএনও সাখাওয়াত জামিল সৈকতকে লক্ষ্মীপুরের এডিসি পদে বদলী Logo বেরোবিতে ভর্তি পরীক্ষার আসন বরাদ্দে অনিময়ের অভিযোগ ; প্রশাসন বলছে শিক্ষার্থীদের বুঝার ভুল Logo প্রকাশিত হয়েছে কবি ও কথাসাহিত্যিক নুরুন্নাহার মুন্নির সাহিত্য পত্রিকা ‘আখ্যান’ Logo পলাশবাড়ী পৌর এলাকায় জমি জবর দখলের অভিযোগ Logo প্রবাসফেরত ইসমাইলের পাশে দাঁড়ালেন এনসিপি নেতা ডা. আরিফুল ইসলাম

মুন্সিগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে স্কুল দপ্তরিকে  গণধোলাই 

মুন্সীগঞ্জে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে বিদ্যালয়ের নৈশপ্রহরীকে গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ প্রহরী আবুল হোসেনকে (৫৫) উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) বেলা ১১টার দিকে শহরের কোর্টগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সোমবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে কোর্টগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতর আট বছর বয়সী ছাত্রীকে যৌন হয়রানি করে অভিযুক্ত প্রহরী। পরে মঙ্গলবার সকালে ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী বিদ্যালয়ে যান। এরপর শ্রেণিকক্ষের ভেতর নৈশপ্রহরীকে আটকে গণপিটুনি দেন বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নৈশপ্রহরীকে উদ্ধার করে।

ভুক্তভোগী ছাত্রীর বড় ভাই বলেন, ‘স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কুচকাওয়াজের রিহার্সেল করার জন্য আমার বোন সোমবার সকালে স্কুলে যায়। ওই সময় আমার বোনকে ধর্ষণের চেষ্টা করে বিদ্যালয়ের প্রহরী। এরপর বোন বাড়িতে এসে ঘটনা খুলে বলে।’

এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হুমায়ুন কবীর জানান, ধর্ষণের অভিযোগে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আটকে রেখে নৈশপ্রহরীকে মারধর করার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় বিক্ষুব্ধ এলাকাবাসীর হাত থেকে তাকে উদ্ধার করা হয়।

তিনি বলেন, ‘ছাত্রীর পরিবার লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মৃত্যুদণ্ড বজায় রেখে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশের খসড়া অনুমোদন

মুন্সিগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে স্কুল দপ্তরিকে  গণধোলাই 

আপডেট সময় : ০৯:০৬:৫০ পূর্বাহ্ণ, বুধবার, ২৬ মার্চ ২০২৫

মুন্সীগঞ্জে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে বিদ্যালয়ের নৈশপ্রহরীকে গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ প্রহরী আবুল হোসেনকে (৫৫) উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) বেলা ১১টার দিকে শহরের কোর্টগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সোমবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে কোর্টগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতর আট বছর বয়সী ছাত্রীকে যৌন হয়রানি করে অভিযুক্ত প্রহরী। পরে মঙ্গলবার সকালে ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী বিদ্যালয়ে যান। এরপর শ্রেণিকক্ষের ভেতর নৈশপ্রহরীকে আটকে গণপিটুনি দেন বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নৈশপ্রহরীকে উদ্ধার করে।

ভুক্তভোগী ছাত্রীর বড় ভাই বলেন, ‘স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কুচকাওয়াজের রিহার্সেল করার জন্য আমার বোন সোমবার সকালে স্কুলে যায়। ওই সময় আমার বোনকে ধর্ষণের চেষ্টা করে বিদ্যালয়ের প্রহরী। এরপর বোন বাড়িতে এসে ঘটনা খুলে বলে।’

এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হুমায়ুন কবীর জানান, ধর্ষণের অভিযোগে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আটকে রেখে নৈশপ্রহরীকে মারধর করার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় বিক্ষুব্ধ এলাকাবাসীর হাত থেকে তাকে উদ্ধার করা হয়।

তিনি বলেন, ‘ছাত্রীর পরিবার লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’