বুধবার | ২১ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo কালিগঞ্জে দুর্ধর্ষ ডাকাত ইয়ার আলীর দুই সহযোগী গ্রেফতার Logo ভেঙ্গে পরেছে পলাশবাড়ী উপজেলার প্রশাসনিক ব্যবস্থা! কর্মস্থলে নেই কর্মকর্তারা!জন সেবায় চরম ভোগান্তি Logo চাঁদপুরে মহাসড়ক দখল করে বেপরোয়া অবৈধ বালু ব্যবসা: বিপর্যস্ত জনজীবন Logo হিন্দু-মুসলিম-খ্রিষ্টান এক কাতারে—৫ নং ওয়ার্ডে ৮ দফা ও ফ্যামিলি কার্ড আলোচনা Logo চাঁদপুরে ভোক্তা অধিকার ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ২০ হাজার টাকা জরিমানা Logo খুবিতে নাগরিক সচেতনতা ও তথ্য যাচাই শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে পিতার দায়েরকৃত মামলায় কুলাঙ্গার সন্তান গ্রেফতার Logo গণভোট ২০২৬ উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরে অবহিতকরণ সভা Logo শরীফ ওসমান হাদী: নৈতিক সাহস ও রাজনৈতিক দায়বদ্ধতা  Logo মোটরসাইকেল দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

মেক্সিকোর উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী মেক্সিকোর উপ-পররাষ্ট্রমন্ত্রী মারিয়া তেরেসা মার্কাদো পেরেজের সঙ্গে মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করেছেন।

শুক্রবার (২১ মার্চ) অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা ও সম্ভাব্য নতুন সহযোগিতার সুযোগ অন্বেষণের বিষয়ে আলোচনা হয়।

উপ-পররাষ্ট্রমন্ত্রী মারিয়া তেরেসা রাষ্ট্রদূত মুশফিকুল ফজলকে সম্প্রতি মেক্সিকোর রাষ্ট্রপতি ড. ক্লাউডিয়া শেইনবাম পার্দোর কাছে তাঁর পরিচয়পত্র পেশের সফল সমাপ্তির জন্য আন্তরিক অভিনন্দন জানান। তিনি বাংলাদেশের সঙ্গে মেক্সিকোর সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

উভয় নেতা উল্লেখ করেন যে, ২০২৫ সালে বাংলাদেশ-মেক্সিকো কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারণের একটি সুবর্ণ সুযোগ এনে দিয়েছে। রাষ্ট্রদূত মুশফিকুল ফজল এই উপলক্ষে যৌথ উদ্যোগ ও উদযাপনের প্রস্তাব দেন, যা দুই দেশের ক্রমবর্ধমান বন্ধুত্বকে প্রতিফলিত করবে।

বৈঠকে ২০২৫ সালের আগস্টের শেষ বা সেপ্টেম্বরের শুরুতে মেক্সিকোতে তৃতীয় ফরেন অফিস কনসালটেশন (FOC) আয়োজনের বিষয়ে আলোচনা হয়। এই আলোচনার লক্ষ্য বিভিন্ন খাতে পারস্পরিক সম্পৃক্ততা বৃদ্ধি করা এবং কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে আরও এগিয়ে নেওয়া।  রাষ্ট্রদূত মুশফিকুল ফজল কৃষি, প্রতিরক্ষা, ভিসা অব্যাহতি, ফুটবল এবং দ্বৈত কর পরিহার সংক্রান্ত সমঝোতা স্মারক (MoU) চূড়ান্ত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া তিনি বাংলাদেশ ও মেক্সিকোর ক্রমবর্ধমান অর্থনৈতিক ও কূটনৈতিক বিনিময়ের প্রসঙ্গ উল্লেখ করে ঢাকায় একটি মেক্সিকান দূতাবাস স্থাপনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।  উপ-পররাষ্ট্রমন্ত্রী মারিয়া তেরেসা মার্কাদো পেরেজ রাষ্ট্রদূত মুশফিকুল ফজলকে মেক্সিকোর সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে দুর্ধর্ষ ডাকাত ইয়ার আলীর দুই সহযোগী গ্রেফতার

মেক্সিকোর উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক

আপডেট সময় : ১২:৫৫:০৮ অপরাহ্ণ, শনিবার, ২২ মার্চ ২০২৫
রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী মেক্সিকোর উপ-পররাষ্ট্রমন্ত্রী মারিয়া তেরেসা মার্কাদো পেরেজের সঙ্গে মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করেছেন।

শুক্রবার (২১ মার্চ) অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা ও সম্ভাব্য নতুন সহযোগিতার সুযোগ অন্বেষণের বিষয়ে আলোচনা হয়।

উপ-পররাষ্ট্রমন্ত্রী মারিয়া তেরেসা রাষ্ট্রদূত মুশফিকুল ফজলকে সম্প্রতি মেক্সিকোর রাষ্ট্রপতি ড. ক্লাউডিয়া শেইনবাম পার্দোর কাছে তাঁর পরিচয়পত্র পেশের সফল সমাপ্তির জন্য আন্তরিক অভিনন্দন জানান। তিনি বাংলাদেশের সঙ্গে মেক্সিকোর সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

উভয় নেতা উল্লেখ করেন যে, ২০২৫ সালে বাংলাদেশ-মেক্সিকো কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারণের একটি সুবর্ণ সুযোগ এনে দিয়েছে। রাষ্ট্রদূত মুশফিকুল ফজল এই উপলক্ষে যৌথ উদ্যোগ ও উদযাপনের প্রস্তাব দেন, যা দুই দেশের ক্রমবর্ধমান বন্ধুত্বকে প্রতিফলিত করবে।

বৈঠকে ২০২৫ সালের আগস্টের শেষ বা সেপ্টেম্বরের শুরুতে মেক্সিকোতে তৃতীয় ফরেন অফিস কনসালটেশন (FOC) আয়োজনের বিষয়ে আলোচনা হয়। এই আলোচনার লক্ষ্য বিভিন্ন খাতে পারস্পরিক সম্পৃক্ততা বৃদ্ধি করা এবং কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে আরও এগিয়ে নেওয়া।  রাষ্ট্রদূত মুশফিকুল ফজল কৃষি, প্রতিরক্ষা, ভিসা অব্যাহতি, ফুটবল এবং দ্বৈত কর পরিহার সংক্রান্ত সমঝোতা স্মারক (MoU) চূড়ান্ত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া তিনি বাংলাদেশ ও মেক্সিকোর ক্রমবর্ধমান অর্থনৈতিক ও কূটনৈতিক বিনিময়ের প্রসঙ্গ উল্লেখ করে ঢাকায় একটি মেক্সিকান দূতাবাস স্থাপনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।  উপ-পররাষ্ট্রমন্ত্রী মারিয়া তেরেসা মার্কাদো পেরেজ রাষ্ট্রদূত মুশফিকুল ফজলকে মেক্সিকোর সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।