মঙ্গলবার | ২ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo পর্যটক সেন্টমার্টিন পৌঁছলে ফুল দিয়ে পর্যটকদের বরণ Logo বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তি ও সুস্থতা কামনায় জীবননগরে ছাত্রদল ও শ্রমিকদের দোয়া Logo জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নিরাপত্তা জোরদারে ব্যাপক প্রস্তুতি সরকারের Logo কারুবাক পাণ্ডুলিপি পুরস্কার পেলেন এইচএম জাকির Logo চাঁদপুরে নতুন খাবারের আকর্ষণ ‘কাচ্চি ডাইন’ গ্রাহকদের ভিড় বেড়েই চলছে Logo বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি কামনায় ৮ নং ধলহরাচন্দ্র ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo নোবিপ্রবির আধুনিকায়নে ৩৩৪ কোটি টাকার প্রকল্প অনুমোদন Logo পর্যটক সেন্টমার্টিন পৌঁছলে ফুল দিয়ে পর্যটকদের বরণ Logo খালেদা জিয়ার সুস্থতা কামনা, বীরগঞ্জ উপজেলায় অসহায়দের মাঝে খাবার বিতরণ Logo চাঁদপুরে যোগদানের প্রথম দিনেই সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

বিএনপিকে ওয়ান ইলেভেনের মতো মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে : তারেক রহমান

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৯:০৩:৫৩ অপরাহ্ণ, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • ৭৬১ বার পড়া হয়েছে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব নষ্ট করতে ভয়াবহ ষড়যন্ত্র শুরু হয়েছে। ওয়ান-ইলেভেনের মতো প্রেক্ষাপট তৈরি করতে এভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। নির্বাচনে জেতার সম্ভাবনা যত প্রবল হচ্ছে ততই বিএনপির বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

আজ সোমবার (১৭ মার্চ) অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ইফতার পার্টিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। গত ১৭ বছরে বিএনপির দলীয় কর্মসূচি প্রচারসহ বিএনপিবিরোধী নানা অপপ্রচার মোকাবেলায় সরব ছিল জাতীয়তাবাদী অনলাইন এক্টিভিস্ট ফোরাম।

তিনি বলেন, নিশ্চয় আপনারা খেয়াল করেছেন, বিগত কিছুদিন থেকে ধীরে ধীরে যে জিনিসটি তৈরি হয়েছে যে, বাংলাদেশের অধিকাংশ জনগণের সমর্থন- বাংলাদেশে যদি আগামীতে একটি স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন হয়, দেশের অধিকাংশ মানুষের ভোট এই দলের পাওয়ার সম্ভাবনা যত উজ্জ্বল হয়েছে, তত বেশি দেখেছেন বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে। আজকে সকালেও কয়েকটি পত্রিকায় কয়েকটি ঘটনা দেখলাম, দেখার পরে কেন্দ্রীয় অফিসে যখন খবর দিলাম, তারা চেক করে আমাকে জানালো, ঘটনা ঘটেছে একরকম, পত্রিকার পাতায় উপস্থাপন করা হয়েছে অন্যরকম।’

তারেক রহমান বলেন, ‘একটি মহল যারা ষড়যন্ত্র করছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তি, একই সঙ্গে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে। তারা তাদের অবস্থান থেকে তাদের সাথে যেসব মিডিয়া হাউজের সম্পর্ক আছে, তাদের মাধ্যমে ঠিক ওয়ান ইলেভেনের সময় যেভাবে বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হয়েছিল, একইভাবে এমন একটি প্রেক্ষাপট তৈরির চেষ্টা তারা করছে।’

তিনি আরও বলেন, দেশকে এগিয়ে নিতে হলে জবাবদিহিমূলক সরকারের কোনো বিকল্প নেই। জনগণের ভোটে নির্বাচিত সরকার ছাড়া জনগণের জন্য ভালো কিছু করা সম্ভব নয়।

৩১ দফা সংস্কার প্রস্তাবের নানা দিক আলোচনা করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ক্ষমতায় গেলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনবে বিএনপি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পর্যটক সেন্টমার্টিন পৌঁছলে ফুল দিয়ে পর্যটকদের বরণ

বিএনপিকে ওয়ান ইলেভেনের মতো মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে : তারেক রহমান

আপডেট সময় : ০৯:০৩:৫৩ অপরাহ্ণ, সোমবার, ১৭ মার্চ ২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব নষ্ট করতে ভয়াবহ ষড়যন্ত্র শুরু হয়েছে। ওয়ান-ইলেভেনের মতো প্রেক্ষাপট তৈরি করতে এভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। নির্বাচনে জেতার সম্ভাবনা যত প্রবল হচ্ছে ততই বিএনপির বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

আজ সোমবার (১৭ মার্চ) অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ইফতার পার্টিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। গত ১৭ বছরে বিএনপির দলীয় কর্মসূচি প্রচারসহ বিএনপিবিরোধী নানা অপপ্রচার মোকাবেলায় সরব ছিল জাতীয়তাবাদী অনলাইন এক্টিভিস্ট ফোরাম।

তিনি বলেন, নিশ্চয় আপনারা খেয়াল করেছেন, বিগত কিছুদিন থেকে ধীরে ধীরে যে জিনিসটি তৈরি হয়েছে যে, বাংলাদেশের অধিকাংশ জনগণের সমর্থন- বাংলাদেশে যদি আগামীতে একটি স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন হয়, দেশের অধিকাংশ মানুষের ভোট এই দলের পাওয়ার সম্ভাবনা যত উজ্জ্বল হয়েছে, তত বেশি দেখেছেন বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে। আজকে সকালেও কয়েকটি পত্রিকায় কয়েকটি ঘটনা দেখলাম, দেখার পরে কেন্দ্রীয় অফিসে যখন খবর দিলাম, তারা চেক করে আমাকে জানালো, ঘটনা ঘটেছে একরকম, পত্রিকার পাতায় উপস্থাপন করা হয়েছে অন্যরকম।’

তারেক রহমান বলেন, ‘একটি মহল যারা ষড়যন্ত্র করছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তি, একই সঙ্গে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে। তারা তাদের অবস্থান থেকে তাদের সাথে যেসব মিডিয়া হাউজের সম্পর্ক আছে, তাদের মাধ্যমে ঠিক ওয়ান ইলেভেনের সময় যেভাবে বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হয়েছিল, একইভাবে এমন একটি প্রেক্ষাপট তৈরির চেষ্টা তারা করছে।’

তিনি আরও বলেন, দেশকে এগিয়ে নিতে হলে জবাবদিহিমূলক সরকারের কোনো বিকল্প নেই। জনগণের ভোটে নির্বাচিত সরকার ছাড়া জনগণের জন্য ভালো কিছু করা সম্ভব নয়।

৩১ দফা সংস্কার প্রস্তাবের নানা দিক আলোচনা করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ক্ষমতায় গেলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনবে বিএনপি।