‘ধর্ষণ’ শব্দ না ব্যবহারে পরামর্শ: ডিএমপি কমিশনারের দুঃখপ্রকাশ

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ১১:৩৫:৫৫ পূর্বাহ্ণ, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • ৭১০ বার পড়া হয়েছে
নিজের বক্তব্যে ‘ধর্ষণ’ শব্দটি এড়িয়ে ‘নারী নির্যাতন’ বলার অনুরোধ জানিয়ে দেওয়া বক্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

আজ সোমবার (১৭ মার্চ) ডিএমপির ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত বিবৃতিতে তথ্যটি জানানো হয়।

ডিএমপি কমিশনার বলেন, নারী ও শিশু নির্যাতন প্রসঙ্গে আলোচনাকালে ধর্ষণকে বৃহত্তর পরিসরে নির্যাতন হিসেবে অভিহিত করেছি। আমার বক্তব্যে কেউ মনঃক্ষুণ্ণ হলে আমি দুঃখ প্রকাশ করছি।

এর আগে ডিএমপি কমিশনারের বক্তব্যের তীব্র নিন্দা জানায় সরকার। গতকাল রোববার দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে নিন্দাটি জানানো হয়।

প্রধান উপদেষ্টার কার্যালয় বিবৃতিতে জানায়, ধর্ষণ মানেই ধর্ষণ, তা সে ৮ বছরের শিশুর ক্ষেত্রে হোক কিংবা ৮০ বছরের বৃদ্ধার ক্ষেত্রে। এমন জঘন্য অপরাধকে তার যথাযথ নামেই অভিহিত করা উচিত।

অন্তর্বর্তী সরকার বাংলাদেশের কোনো নাগরিকের বিরুদ্ধে কোনো ধরনের সহিংসতা বরদাশত করবে না বলেও উল্লেখ করা হয়।

এর আগে সম্প্রতি এক অনুষ্ঠানে গিয়ে ডিএমপি কমিশনার বলেন, আমি দুটো শব্দ খুব অপছন্দ করি, এর মধ্যে একটি হলো ধর্ষণ। আপনাদের কাছে অনুরোধ, এটা ব্যবহার করবেন না। আপনারা ‘নারী নির্যাতন’ বা ‘নিপীড়ন’ বলবেন। আমাদের আইনেও নারী ও শিশু নির্যাতন বলা হয়েছে। যে শব্দগুলো শুনতে খারাপ লাগে, সেগুলো আমরা না বলি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

‘ধর্ষণ’ শব্দ না ব্যবহারে পরামর্শ: ডিএমপি কমিশনারের দুঃখপ্রকাশ

আপডেট সময় : ১১:৩৫:৫৫ পূর্বাহ্ণ, সোমবার, ১৭ মার্চ ২০২৫
নিজের বক্তব্যে ‘ধর্ষণ’ শব্দটি এড়িয়ে ‘নারী নির্যাতন’ বলার অনুরোধ জানিয়ে দেওয়া বক্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

আজ সোমবার (১৭ মার্চ) ডিএমপির ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত বিবৃতিতে তথ্যটি জানানো হয়।

ডিএমপি কমিশনার বলেন, নারী ও শিশু নির্যাতন প্রসঙ্গে আলোচনাকালে ধর্ষণকে বৃহত্তর পরিসরে নির্যাতন হিসেবে অভিহিত করেছি। আমার বক্তব্যে কেউ মনঃক্ষুণ্ণ হলে আমি দুঃখ প্রকাশ করছি।

এর আগে ডিএমপি কমিশনারের বক্তব্যের তীব্র নিন্দা জানায় সরকার। গতকাল রোববার দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে নিন্দাটি জানানো হয়।

প্রধান উপদেষ্টার কার্যালয় বিবৃতিতে জানায়, ধর্ষণ মানেই ধর্ষণ, তা সে ৮ বছরের শিশুর ক্ষেত্রে হোক কিংবা ৮০ বছরের বৃদ্ধার ক্ষেত্রে। এমন জঘন্য অপরাধকে তার যথাযথ নামেই অভিহিত করা উচিত।

অন্তর্বর্তী সরকার বাংলাদেশের কোনো নাগরিকের বিরুদ্ধে কোনো ধরনের সহিংসতা বরদাশত করবে না বলেও উল্লেখ করা হয়।

এর আগে সম্প্রতি এক অনুষ্ঠানে গিয়ে ডিএমপি কমিশনার বলেন, আমি দুটো শব্দ খুব অপছন্দ করি, এর মধ্যে একটি হলো ধর্ষণ। আপনাদের কাছে অনুরোধ, এটা ব্যবহার করবেন না। আপনারা ‘নারী নির্যাতন’ বা ‘নিপীড়ন’ বলবেন। আমাদের আইনেও নারী ও শিশু নির্যাতন বলা হয়েছে। যে শব্দগুলো শুনতে খারাপ লাগে, সেগুলো আমরা না বলি।