নারী হেনস্তার মাধ্যমে কিছু লোক দেশকে অন্য জায়গা নিয়ে যেতে চাচ্ছে। এজন্য সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালির আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল। কয়েকশ’ নারী নেত্রীর অংশগ্রহণে র্যালিটি বিএনপি অফিসের সামনে থেকে শুরু হয়ে নাইটিংগেল মোড় ঘুরে আবারও নয়াপল্টনে গিয়ে শেষ হয়।
এর আগে সংক্ষিপ্ত সমাবেশে সেলিমা রহমান বলেন, নারী নিপীড়নের বিষয়ে সমস্বরে প্রতিবাদ করতে হবে। তিনি বলেন, সমাজে মবজাস্টিসের নামে নারী নির্যাতন অব্যাহত থাকলে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিনষ্ট হবে।