বৃহস্পতিবার | ৪ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo টেকনাফে ইঞ্জিন বিকল হওয়া যাত্রীবাহী বোটসহ ৪৫ জন যাত্রী উদ্ধার Logo খুবিতে ইউনেস্কো ও ইউজিসির উদ্যোগে পিয়ার-টু-পিয়ার ওরিয়েন্টেশন Logo সাতক্ষীরা–কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযান পাঁচ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ Logo আগামী নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান Logo টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ গোলা-বারুদসহ দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ Logo গাইবান্ধা এলোপাথাড়ি ছুরিকাঘাতে নিহত যুবক Logo খুবিতে আসন্ন ভর্তি পরীক্ষা: নিরাপত্তা প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা Logo প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য একাডেমির ‘হেমন্তসন্ধ্যা ও হাঁস পার্টি’ অনুষ্ঠিত হয়েছে Logo টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ গোলা-বারুদসহ দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ Logo সদরপুরে ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা

স্বাস্থখাত সংস্কারে ৩ মেয়াদী প্রস্তাব বিএনপির

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:০৪:২২ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫
  • ৭৫৯ বার পড়া হয়েছে
সাবেক মন্ত্রী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, স্বাস্থ্যখাতকে ঢেলে সাজাতে বিএনপির পক্ষ থেকে সংস্কার প্রস্তাবের খসড়া প্রস্তুত।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে এই প্রস্তাবনা দেয়া হবে। দীর্ঘ মেয়াদী, মধ্য মেয়াদী এই সংস্কারগুলো করার সক্ষমতা রাখে না অন্তর্বর্তীকালীন সরকার। বিএনপি ক্ষমতায় আসলে এগুলো বাস্তবায়ন করবে। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে যুক্তরাজ্যের আলোকে বিনামূল্যে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।

স্বাস্থ্যখাতের অচলাবস্থার জন্য বিগত সরকারের নানা অনিয়মকে দায়ী করে ড. মোশাররফ বলেন, বর্তমান সরকারের সকল সংস্কার কার্যক্রমকে স্বাগত জানায় বিএনপি। তবে নির্বাচিত সরকারের মাধ্যমে সকল সংস্কার সম্ভব।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব জানান তিনি। এসময় তিনি আরও বলেন, আজ থেকে ৫০ বছর আগের তুলনায় জনগণ এখন বেশি স্বাস্থ্য সচেতন। তাই স্বাস্থ্যখাতে সংস্কারের গুরুত্ব রয়েছে।

প্রস্তাবনায় বলা হয়, স্বাস্থ্য খাতে বিগত ১৫ বছরের অনিয়ম হয়েছে। বিগত আওয়ামী শাসনকালে স্বাস্থ্যখাতে আর্থিক দুর্নীতি, অনিয়মসহ পদোন্নতি, বদলি, প্রশাসনিক দুর্বৃত্তায়নের মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধনের সাথে স্বাস্থ্য ব্যবস্থাপনাকে দলীয়করণের আবরণে আচ্ছাদিত করা হয়েছে। অবিচার ও অন্যায়ের প্রাবল্যে স্বাস্থ্য খাতের জনবলের পেশাগত দক্ষতার চরম ক্ষতি সাধিত হয়েছে।

প্রস্তাবনায় দাবি করা হয়, স্বাস্থ্য সেবায় জনগণের প্রত্যাশিত প্রাপ্তি বঞ্চিত হয়েছে। সমগ্র স্বাস্থ্য ব্যবস্থায় তীব্র বিদেশ মুখিতা সৃষ্টি হয়েছে। একইসাথে চিকিৎসক ও রোগীর সম্পর্কের হয়েছে অবনতি। স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহ হয়ে পড়েছে অনিরাপদ। এর ফলে সরকারী স্বাস্থ্য সেবার অধিক্ষেত্রে জনগণ উচ্চ মূল্যের বেসরকারি চিকিৎসা গ্রহণে বাধ্য হয়েছে।

প্রস্তাবনায় রয়েছে- প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ইউনিয়ন ভিত্তিক গ্রামীণ স্বাস্থ্য সহকারী নিয়োগ ও স্বাস্থ্য কার্ড প্রবর্তনসহ স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদে সংস্কারের সুপারিশ। যার মধ্যে রোগী ও সেবা প্রদানকারীদের জন্য সমতা ভিত্তিক আইন প্রণয়ন ও সব হেলথ কমপ্লেক্সকে ১০০ শয্যা উন্নীতকরণ। এছাড়া আগামী ৫ বছরের মধ্যে ওষুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা। পাশাপাশি ওষুধ রপ্তানি ৫ বিলিয়ন ডলারে উন্নীতকরণের জন্য ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়।

করণীয় হিসেবে প্রস্তাবনায় বলা হয়, এমতাবস্থায় প্রয়োজন সুষ্ঠু তদন্ত ও পর্যালোচনার মাধ্যমে দুর্নীতির নিরপেক্ষ অনুসন্ধান ও দোষীদের উপযুক্ত শাস্তির বিধান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে ইঞ্জিন বিকল হওয়া যাত্রীবাহী বোটসহ ৪৫ জন যাত্রী উদ্ধার

স্বাস্থখাত সংস্কারে ৩ মেয়াদী প্রস্তাব বিএনপির

আপডেট সময় : ০২:০৪:২২ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫
সাবেক মন্ত্রী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, স্বাস্থ্যখাতকে ঢেলে সাজাতে বিএনপির পক্ষ থেকে সংস্কার প্রস্তাবের খসড়া প্রস্তুত।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে এই প্রস্তাবনা দেয়া হবে। দীর্ঘ মেয়াদী, মধ্য মেয়াদী এই সংস্কারগুলো করার সক্ষমতা রাখে না অন্তর্বর্তীকালীন সরকার। বিএনপি ক্ষমতায় আসলে এগুলো বাস্তবায়ন করবে। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে যুক্তরাজ্যের আলোকে বিনামূল্যে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।

স্বাস্থ্যখাতের অচলাবস্থার জন্য বিগত সরকারের নানা অনিয়মকে দায়ী করে ড. মোশাররফ বলেন, বর্তমান সরকারের সকল সংস্কার কার্যক্রমকে স্বাগত জানায় বিএনপি। তবে নির্বাচিত সরকারের মাধ্যমে সকল সংস্কার সম্ভব।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব জানান তিনি। এসময় তিনি আরও বলেন, আজ থেকে ৫০ বছর আগের তুলনায় জনগণ এখন বেশি স্বাস্থ্য সচেতন। তাই স্বাস্থ্যখাতে সংস্কারের গুরুত্ব রয়েছে।

প্রস্তাবনায় বলা হয়, স্বাস্থ্য খাতে বিগত ১৫ বছরের অনিয়ম হয়েছে। বিগত আওয়ামী শাসনকালে স্বাস্থ্যখাতে আর্থিক দুর্নীতি, অনিয়মসহ পদোন্নতি, বদলি, প্রশাসনিক দুর্বৃত্তায়নের মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধনের সাথে স্বাস্থ্য ব্যবস্থাপনাকে দলীয়করণের আবরণে আচ্ছাদিত করা হয়েছে। অবিচার ও অন্যায়ের প্রাবল্যে স্বাস্থ্য খাতের জনবলের পেশাগত দক্ষতার চরম ক্ষতি সাধিত হয়েছে।

প্রস্তাবনায় দাবি করা হয়, স্বাস্থ্য সেবায় জনগণের প্রত্যাশিত প্রাপ্তি বঞ্চিত হয়েছে। সমগ্র স্বাস্থ্য ব্যবস্থায় তীব্র বিদেশ মুখিতা সৃষ্টি হয়েছে। একইসাথে চিকিৎসক ও রোগীর সম্পর্কের হয়েছে অবনতি। স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহ হয়ে পড়েছে অনিরাপদ। এর ফলে সরকারী স্বাস্থ্য সেবার অধিক্ষেত্রে জনগণ উচ্চ মূল্যের বেসরকারি চিকিৎসা গ্রহণে বাধ্য হয়েছে।

প্রস্তাবনায় রয়েছে- প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ইউনিয়ন ভিত্তিক গ্রামীণ স্বাস্থ্য সহকারী নিয়োগ ও স্বাস্থ্য কার্ড প্রবর্তনসহ স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদে সংস্কারের সুপারিশ। যার মধ্যে রোগী ও সেবা প্রদানকারীদের জন্য সমতা ভিত্তিক আইন প্রণয়ন ও সব হেলথ কমপ্লেক্সকে ১০০ শয্যা উন্নীতকরণ। এছাড়া আগামী ৫ বছরের মধ্যে ওষুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা। পাশাপাশি ওষুধ রপ্তানি ৫ বিলিয়ন ডলারে উন্নীতকরণের জন্য ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়।

করণীয় হিসেবে প্রস্তাবনায় বলা হয়, এমতাবস্থায় প্রয়োজন সুষ্ঠু তদন্ত ও পর্যালোচনার মাধ্যমে দুর্নীতির নিরপেক্ষ অনুসন্ধান ও দোষীদের উপযুক্ত শাস্তির বিধান।