পতিত স্বৈরাচার দেশ থেকে পালিয়ে গিয়ে অবৈধভাবে অন্যদেশে বসে দেশবিরোধী ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ঐক্যবদ্ধ থাকলে ধর্ম নিয়ে বিভেদের ষড়যন্ত্র সফল হবে না।
শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ও দেশকে ব্যর্থ করতে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত পতিত সরকার৷
এ সময় যথাযথ সংস্কার শেষে নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে অন্তর্বর্তী সরকার বিদায় নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপির এই নেতা।


































