শিরোনাম :
Logo চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক Logo কাল চাঁদপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল সমাবেশ Logo খানপুর ইয়ং স্টার ক্লাবের উদ্যোগে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। Logo পাইকোশায় ধানের চাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন Logo চাঁদপুর সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ Logo ইবিতে দুর্গাপূজার মধ্যে পরীক্ষা না নেয়ার দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি Logo চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo কয়রা হরিণের মাংস উদ্ধার Logo শিক্ষক নিয়োগের দাবিতে ইবির চারুকলা বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন Logo পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজে নবগঠিত গভর্নিংবডি পরিচিতি ও মতবিনিময়ে ভরপুর ছিলো প্রাণের উচ্ছ্বাস

ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিদেশে যাচ্ছেন খালেদা জিয়া

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৫৯:৩৩ পূর্বাহ্ণ, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
  • ৭৩৬ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য ডিসেম্বরের প্রথম সপ্তাহে যুক্তরাজ্যের লন্ডনে যাওয়ার পরিকল্পনা করছেন। ইতোমধ্যে তার লন্ডনের ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, লন্ডনে বড় ছেলে তারেক রহমানের সঙ্গে কিছুদিন কাটানোর পর তাকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য জানিয়েছেন, লন্ডনের ভিসা পাওয়া গেলেও যুক্তরাষ্ট্রের ভিসা এখনো নিশ্চিত হয়নি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩০ নভেম্বর লন্ডনে যাচ্ছেন। খালেদা জিয়া তার আগে বা পরে যাত্রা করতে পারেন।

বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সূত্র জানিয়েছে, সফরসঙ্গী হিসেবে পরিবারের সদস্য, ব্যক্তিগত চিকিৎসক, নার্স, মেডিক্যাল বোর্ডের সদস্য এবং দলের গুরুত্বপূর্ণ নেতাসহ ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল তার সঙ্গে থাকতে পারে।

৭৮ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থরাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি, হৃদরোগ ও লিভার সিরোসিসসহ বিভিন্ন রোগে ভুগছেন। তার শারীরিক অবস্থার উন্নতির জন্য মেডিক্যাল বোর্ড তাকে মাল্টি ডিসিপ্ল্যানারি মেডিক্যাল সেন্টারে নেওয়ার সুপারিশ করেছে।

চিকিৎসা শেষে ফেরার পথে সৌদি আরব গিয়ে ওমরাহ পালনেরও পরিকল্পনা রয়েছে খালেদা জিয়ার। সৌদি আরবের যুবরাজের পক্ষ থেকে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত তাকে ওমরাহ করার আমন্ত্রণ জানিয়েছেন।

উল্লেখ্য, সর্বশেষ ২০১৭ সালে যুক্তরাজ্যে গিয়েছিলেন খালেদা জিয়া। এরপর তিনি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যান। করোনা মহামারির সময় ২০২০ সালে নির্বাহী আদেশে মুক্তি পেলেও তার বিদেশযাত্রা নিষিদ্ধ ছিল। তবে চলতি বছরের ৫ আগস্ট ক্ষমতার পরিবর্তনের পর তিনি মুক্তি পান এবং বিদেশে যাওয়ার প্রস্তুতি শুরু করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক

ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিদেশে যাচ্ছেন খালেদা জিয়া

আপডেট সময় : ০৮:৫৯:৩৩ পূর্বাহ্ণ, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য ডিসেম্বরের প্রথম সপ্তাহে যুক্তরাজ্যের লন্ডনে যাওয়ার পরিকল্পনা করছেন। ইতোমধ্যে তার লন্ডনের ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, লন্ডনে বড় ছেলে তারেক রহমানের সঙ্গে কিছুদিন কাটানোর পর তাকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য জানিয়েছেন, লন্ডনের ভিসা পাওয়া গেলেও যুক্তরাষ্ট্রের ভিসা এখনো নিশ্চিত হয়নি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩০ নভেম্বর লন্ডনে যাচ্ছেন। খালেদা জিয়া তার আগে বা পরে যাত্রা করতে পারেন।

বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সূত্র জানিয়েছে, সফরসঙ্গী হিসেবে পরিবারের সদস্য, ব্যক্তিগত চিকিৎসক, নার্স, মেডিক্যাল বোর্ডের সদস্য এবং দলের গুরুত্বপূর্ণ নেতাসহ ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল তার সঙ্গে থাকতে পারে।

৭৮ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থরাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি, হৃদরোগ ও লিভার সিরোসিসসহ বিভিন্ন রোগে ভুগছেন। তার শারীরিক অবস্থার উন্নতির জন্য মেডিক্যাল বোর্ড তাকে মাল্টি ডিসিপ্ল্যানারি মেডিক্যাল সেন্টারে নেওয়ার সুপারিশ করেছে।

চিকিৎসা শেষে ফেরার পথে সৌদি আরব গিয়ে ওমরাহ পালনেরও পরিকল্পনা রয়েছে খালেদা জিয়ার। সৌদি আরবের যুবরাজের পক্ষ থেকে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত তাকে ওমরাহ করার আমন্ত্রণ জানিয়েছেন।

উল্লেখ্য, সর্বশেষ ২০১৭ সালে যুক্তরাজ্যে গিয়েছিলেন খালেদা জিয়া। এরপর তিনি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যান। করোনা মহামারির সময় ২০২০ সালে নির্বাহী আদেশে মুক্তি পেলেও তার বিদেশযাত্রা নিষিদ্ধ ছিল। তবে চলতি বছরের ৫ আগস্ট ক্ষমতার পরিবর্তনের পর তিনি মুক্তি পান এবং বিদেশে যাওয়ার প্রস্তুতি শুরু করেন।