যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরেছেন আরও ৫৭ বাংলাদেশি। শুক্রবার (২৩ নভেম্বর) রাত ১১টা ২মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৪ ফ্লাইটে দেশে ফেরেন তারা।
প্রত্যাবাসন করা এসব বাংলাদেশিকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা।
এর আগের দিন বৃহস্পতিবার ফেরেন ৮২ বাংলাদেশি। এ নিয়ে ১২টি ফ্লাইটে এখন পর্যন্ত ৭৫৪ জন বাংলাদেশি দেশে ফিরলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, বৈরুত, লেবানন এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় তাদের দেশে ফেরত আনা হয়েছে।
এ পর্যন্ত একজন বাংলাদেশিরে যুদ্ধে নিহত হওয়ার খবর পাওয়া গেছে।