ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৬ অক্টোবর) রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আতিকুল ইসলামকে মহাখালী ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, মোহাম্মদপুর থানায় দায়েরকৃত তিন পৃথক হত্যা মামলার আসামি আতিকুল ইসলাম। ৫ আগস্ট পরবর্তীতে বিভিন্ন থানায় দায়ের হওয়া একাধিক মামলায়ও তার নাম রয়েছে।
এই কর্মকর্তা বলেন, ধরা পড়ার সময় সাবেক মেয়র আতিকুল ইসলামকে এক ভিন্ন রূপে দেখা যায়। তার সাধারণ চেহারার সঙ্গে মিলছিল না বর্তমান রূপটি—কালো গোঁফ সাদা হয়ে গেছে, মুখভর্তি ছিল কাচাপাকা দাড়ি। তার এই চেহারা চিরাচরিত পরিচিত রূপ থেকে একেবারেই ভিন্ন। তবে তার পোশাকে ছিল বিলাসিতার ছাপ—পরনে ছিল পাশ্চাত্যের দামি ব্র্যান্ড ভলকমের একটি টি-শার্ট। তবে তাকে উদভ্রান্ত, উসকুখুসকো দেখা যায় ছবিতে।



































