বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo বাংলাদেশের মধ্যমেয়াদি অর্থনৈতিক সম্ভাবনার উন্নতি হয়েছে: বিশ্বব্যাংক Logo আপিলে প্রার্থিতা ফিরে পেলেন চাঁদপুর-২ আসনে লেবার পার্টির নাসিমা নাজনীন সরকার Logo আমরা বিএনপি পরিবারের উদ্যোগে সাতক্ষীরার ৯নং ওয়ার্ডে তারেক রহমানের ৮ দফা রাষ্ট্র বিনির্মাণ কর্মসূচির লিফলেট বিতরণ Logo আবেদনের শর্ত পূরণ ছাড়াই খুবির সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি Logo দায়মুক্তি আইনের বিরুদ্ধে সিরাজগঞ্জে প্রতিবাদ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি ক্যাবের Logo চুয়াডাঙ্গা-ঝিনাইদহে প্রতারক চক্রের বেপরোয়া তান্ডব, চাকরীর প্রলোভনে ৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পর বিপাকে ভুক্তভোগী পরিবার, থানায় অভিযোগ দায়ের Logo সাতক্ষীরায় ইয়াবা, অবৈধ অর্থ ও অস্ত্রসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ইয়াসিন আরাফাতসহ  গ্রেফতার- ৩ Logo নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতা কক্সবাজার থেকে গ্রেফতার Logo ইরান বিক্ষোভকারীদের ফাঁসি দিলে ‘অত্যন্ত কঠোর ব্যবস্থা’ নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের Logo কোর্স ফি বৃদ্ধি ও ছাত্র প্রতিনিধি ইস্যুতে খুবি শিক্ষার্থীদের বিক্ষোভ

১০০ টাকা পারিশ্রমিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় থেকে সরে গিয়েছিলেন অপু বিশ্বাস, কেন?

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:৪৭:০১ অপরাহ্ণ, শনিবার, ১৭ আগস্ট ২০২৪
  • ৭৭৩ বার পড়া হয়েছে

বঙ্গবন্ধু পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য রাসেলের জীবনী নিয়ে সিনেমা ‘শেখ রাসেলের আর্তনাদ’ সিনেমা। এই সিনেমায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকায় অভিনয় করার কথা ছিলো ঢাকাই সিনেমার নায়িকা অপু বিশ্বাসের। সিনেমাটিতে অভিনয় করতে মাত্র ১০০ টাকা পারিশ্রমিকে চুক্তিবদ্ধও হয়েছিলেন। চলতি বছরের শুরুতে সিনেমাটি নিয়ে কথা বলেছিলেন সিনেমার পরিচালক সালমান হায়দার এবং নায়িকা অপু বিশ্বাস নিজেই।

গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন কী হবে ‘শেখ রাসেলের আর্তনাদ’ সিনেমার। শেষ পর্যন্ত তৈরি হবে কী এই সিনেমা।

‘শেখ রাসেলের আর্তনাদ’ সিনেমায় অভিনয় করা প্রসঙ্গে দেশের এক গণমাধ্যমে কথা বলেছেন অপু বিশ্বাস। সিনেমাটি থেকে সরে এসেছেন বলে জানান তিনি। নেপথ্যে কারণ কী?

অপু বিশ্বাস বলেন, অনেক আগেই ছবিটি থেকে সরে এসেছেন। এ ব্যাপারে কিছু জানেন না তিনি।

এই নায়িকা আরও বলেন, ‘চুক্তি হওয়ার এক মাসের মাথায়; অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই কাজটি না করার কথা ছবির প্রযোজক ও পরিচালককে জানিয়ে দিয়েছিলাম। কিন্তু ওই সময় গণমাধ্যমে খবরটি বের হয়নি। হলে হয়তো আরও আগেই আপনারা জানতে পারতেন। ’

এই অভিনেত্রীর বক্তব্য, ‘চুক্তির পর কিছুদিনের মাথায় দেখলাম, ছবির প্রযোজক, পরিচালকের কথা ও কাজের মিল নেই। তখনই ছবিটি থেকে সরে আসার সিদ্ধান্ত নিই। সত্যি কথা, কাজটি নিয়ে তাঁদের কমিটমেন্ট ঠিক ছিল না। কাজ যা-ই হোক, কমিটমেন্ট থাকতে হবে। তা না হলে একটা ভালো কাজ তৈরি হবে না। ওই সময় তাঁরা কাজের কথা বলে মিথ্যা বলেছিলেন, কাজটির পরিকল্পনা নিয়ে মিথ্যা আশ্বাস দিয়েছিলেন। ’

এদিকে সিনেমার পরিচালক সালমান হায়দারের এই বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

‘শেখ রাসেলের আর্তনাদ’ সিনেমার পরিচালক সালমান হায়দার। চরিত্রের নায়িকা অপু বিশ্বাসের নাম হাসু। সেই সময় ছবির পরিচালক সালমান হায়দার বলেছিলেন, এই চরিত্রে অভিনয়ের জন্য অপু কোনো পারিশ্রমিক নিতে চাননি। নামমাত্র ১০০ টাকা দিয়ে তাঁকে সিনেমায় যুক্ত করেছি। ’

আর অপু বিশ্বাসও বলেছিলেন, ‘সিনেমাটির গল্প শুনে একবাক্যে রাজি হয়ে যাই। ঐতিহাসিক এই সিনেমার অংশ হতে পেরে ভালো লাগছে। আশা করছি কাজটি দারুণ হবে। শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। ’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের মধ্যমেয়াদি অর্থনৈতিক সম্ভাবনার উন্নতি হয়েছে: বিশ্বব্যাংক

১০০ টাকা পারিশ্রমিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় থেকে সরে গিয়েছিলেন অপু বিশ্বাস, কেন?

আপডেট সময় : ০৩:৪৭:০১ অপরাহ্ণ, শনিবার, ১৭ আগস্ট ২০২৪

বঙ্গবন্ধু পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য রাসেলের জীবনী নিয়ে সিনেমা ‘শেখ রাসেলের আর্তনাদ’ সিনেমা। এই সিনেমায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকায় অভিনয় করার কথা ছিলো ঢাকাই সিনেমার নায়িকা অপু বিশ্বাসের। সিনেমাটিতে অভিনয় করতে মাত্র ১০০ টাকা পারিশ্রমিকে চুক্তিবদ্ধও হয়েছিলেন। চলতি বছরের শুরুতে সিনেমাটি নিয়ে কথা বলেছিলেন সিনেমার পরিচালক সালমান হায়দার এবং নায়িকা অপু বিশ্বাস নিজেই।

গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন কী হবে ‘শেখ রাসেলের আর্তনাদ’ সিনেমার। শেষ পর্যন্ত তৈরি হবে কী এই সিনেমা।

‘শেখ রাসেলের আর্তনাদ’ সিনেমায় অভিনয় করা প্রসঙ্গে দেশের এক গণমাধ্যমে কথা বলেছেন অপু বিশ্বাস। সিনেমাটি থেকে সরে এসেছেন বলে জানান তিনি। নেপথ্যে কারণ কী?

অপু বিশ্বাস বলেন, অনেক আগেই ছবিটি থেকে সরে এসেছেন। এ ব্যাপারে কিছু জানেন না তিনি।

এই নায়িকা আরও বলেন, ‘চুক্তি হওয়ার এক মাসের মাথায়; অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই কাজটি না করার কথা ছবির প্রযোজক ও পরিচালককে জানিয়ে দিয়েছিলাম। কিন্তু ওই সময় গণমাধ্যমে খবরটি বের হয়নি। হলে হয়তো আরও আগেই আপনারা জানতে পারতেন। ’

এই অভিনেত্রীর বক্তব্য, ‘চুক্তির পর কিছুদিনের মাথায় দেখলাম, ছবির প্রযোজক, পরিচালকের কথা ও কাজের মিল নেই। তখনই ছবিটি থেকে সরে আসার সিদ্ধান্ত নিই। সত্যি কথা, কাজটি নিয়ে তাঁদের কমিটমেন্ট ঠিক ছিল না। কাজ যা-ই হোক, কমিটমেন্ট থাকতে হবে। তা না হলে একটা ভালো কাজ তৈরি হবে না। ওই সময় তাঁরা কাজের কথা বলে মিথ্যা বলেছিলেন, কাজটির পরিকল্পনা নিয়ে মিথ্যা আশ্বাস দিয়েছিলেন। ’

এদিকে সিনেমার পরিচালক সালমান হায়দারের এই বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

‘শেখ রাসেলের আর্তনাদ’ সিনেমার পরিচালক সালমান হায়দার। চরিত্রের নায়িকা অপু বিশ্বাসের নাম হাসু। সেই সময় ছবির পরিচালক সালমান হায়দার বলেছিলেন, এই চরিত্রে অভিনয়ের জন্য অপু কোনো পারিশ্রমিক নিতে চাননি। নামমাত্র ১০০ টাকা দিয়ে তাঁকে সিনেমায় যুক্ত করেছি। ’

আর অপু বিশ্বাসও বলেছিলেন, ‘সিনেমাটির গল্প শুনে একবাক্যে রাজি হয়ে যাই। ঐতিহাসিক এই সিনেমার অংশ হতে পেরে ভালো লাগছে। আশা করছি কাজটি দারুণ হবে। শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। ’