শুক্রবার | ২৮ নভেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল হাসানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার পদে বদলী Logo প্রতিষ্ঠার পর থেকে নির্মাণ হয়নি চাঁদপুর সদর হাসপাতালে স্থায়ী মর্গ, জীর্ণ-ভবনে ময়নাতদন্ত Logo চাঁদপুর ফরিদগঞ্জে তারুণ্যের আলো সামাজিক উন্নয়ন পরিষদের উদ্যোগ ফ্রি মেডিকেল ক্যাম্প Logo ফের ভূমিকম্প Logo কচুয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ৩০টি প্রদর্শনী Logo কুবির বাংলা বিভাগের বাংলা নাটক বিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলন Logo মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত Logo মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী- ২০২৫ এর উদ্বোধন Logo পঞ্চগড়ের বোদা উপজেলায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ২০২৫ প্রদর্শনী Logo আমরা নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করছি: চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপির প্রার্থী বাবু খান

হুয়েই মেট ৯ প্রো চীনে অবমুক্ত – আছে ৫.৫ ইঞ্চি !

  • আপডেট সময় : ১১:০৩:৩১ পূর্বাহ্ণ, শনিবার, ১৭ ডিসেম্বর ২০১৬
  • ৮৩৫ বার পড়া হয়েছে

হুয়েই মেট ৯ প্রো চীনে অবমুক্ত – আছে ৫.৫ ইঞ্চি কিউএইচডি ডুয়েল এজ কার্ভড ডিসপ্লে ও অ্যানড্রয়েড ৭.০ !

এতোদিন যা ছিল গুজবে এখন তা সত্যে রূপ পেল! অবশেষে আলোচিত হুয়েই মেট ৯ নামের ফ্ল্যাগশীপ ফোনটি সম্পর্কে আনুষ্ঠানিক ভাবে জানা গেছে। গতকাল চীনে স্ট্যান্ডার্ড ভার্সনের সাথে মেট ৯ প্রো’ ফোনটি অবমুক্ত করেছে হুয়েই। এ সপ্তাহেই এই দুটি ফোন বাজারে কিনতে পাওয়া যাবে। অন্যদিকে পোর্সে ডিজাইন মেট ৯ বাজারে আসবে ডিসেম্বর মাসের মাঝামাঝি।

স্ট্যান্ডার্ড মেট ৯ এ আছে ৫.৯ ইঞ্চির ফুল এইচডি (১০৮০ পিক্সেল) ডিসপ্লে। আর মেট ৯ প্রো তে আছে একটু ছোট ডিসপ্লে – উন্নততর কোয়াড এইচডি (২৫৬০ * ১৪৪০ পিক্সেল) রেজ্যুলুশনযুক্ত ৫.৫ ইঞ্চির ডুয়েল এজ কার্ভড ডিসপ্লে। মেট ৯ এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি ফোন সেটের পেছন ভাগে যুক্ত করা হলেও মেট ৯ প্রোতে তা সামনে হোম বাটনের নিচে চলে এসেছে। এতে করে অনেক ব্যবহারকারী ডিভাইসটি ব্যবহারে তুলনামূলক বেশি সাচ্ছন্দ্য বোধ করবেন। অন্যান্য বৈশিষ্ট্যগুলি মূল ফোনটির মতোই থাকবে। অর্থাৎ এতে থাকছে কিরিন ৯৬০ চিপসেট, ডুয়েল-ক্যামেরা সেটআপ, একই মানের র‌্যাম ও একই আকারের ৪০০০ মিলিঅ্যাম্পিয়ারআওয়ার ব্যাটারি। তবে ডিসপ্লে আকারে কিছুটা ছোট হলেও মেট ৯ প্রো’র মূল্য মেট ৯ এর চেয়ে বেশি পড়ছে।

হুয়েই জানিয়েছে যে, চীনে ৪জিবি র‌্যাম ও ৬৪ জিবি সংরক্ষণ ক্ষমতার হুয়েই মেট ৯ প্রো ৬৮৫ ডলার দামে এবং ৬জিবি র‌্যাম ও ১২৮ জিবি সংরক্ষণ ক্ষমতার সেটটি ৭৭৫ ডলার দামে বিক্রি করা হবে। অবশ্য আগে আমরা যে ৬ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি সংরক্ষণ ক্ষমতার সংস্করণটির কথা শুনেছিলাম, যার দাম জানা গিয়েছিল ৮৩৫ ডলার, সেই সংস্করণের বিষয়ে হুয়েই তাদের এবারের ঘোষণায় কিছু জানায়নি।

হুয়েই আরো যা জানায়নি তা হলো এ ডিভাইসগুলো কবে নাগাদ চীনের বাইরে বিশ্বের অন্যান্য দেশে পাওয়া যাবে। তাই বলা যাচ্ছে না ফোনগুলি আগামী মাসগুলোতে অন্য কোন দেশে পাওয়ার কোন সম্ভাবনা আছে কি না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল হাসানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার পদে বদলী

হুয়েই মেট ৯ প্রো চীনে অবমুক্ত – আছে ৫.৫ ইঞ্চি !

আপডেট সময় : ১১:০৩:৩১ পূর্বাহ্ণ, শনিবার, ১৭ ডিসেম্বর ২০১৬

হুয়েই মেট ৯ প্রো চীনে অবমুক্ত – আছে ৫.৫ ইঞ্চি কিউএইচডি ডুয়েল এজ কার্ভড ডিসপ্লে ও অ্যানড্রয়েড ৭.০ !

এতোদিন যা ছিল গুজবে এখন তা সত্যে রূপ পেল! অবশেষে আলোচিত হুয়েই মেট ৯ নামের ফ্ল্যাগশীপ ফোনটি সম্পর্কে আনুষ্ঠানিক ভাবে জানা গেছে। গতকাল চীনে স্ট্যান্ডার্ড ভার্সনের সাথে মেট ৯ প্রো’ ফোনটি অবমুক্ত করেছে হুয়েই। এ সপ্তাহেই এই দুটি ফোন বাজারে কিনতে পাওয়া যাবে। অন্যদিকে পোর্সে ডিজাইন মেট ৯ বাজারে আসবে ডিসেম্বর মাসের মাঝামাঝি।

স্ট্যান্ডার্ড মেট ৯ এ আছে ৫.৯ ইঞ্চির ফুল এইচডি (১০৮০ পিক্সেল) ডিসপ্লে। আর মেট ৯ প্রো তে আছে একটু ছোট ডিসপ্লে – উন্নততর কোয়াড এইচডি (২৫৬০ * ১৪৪০ পিক্সেল) রেজ্যুলুশনযুক্ত ৫.৫ ইঞ্চির ডুয়েল এজ কার্ভড ডিসপ্লে। মেট ৯ এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি ফোন সেটের পেছন ভাগে যুক্ত করা হলেও মেট ৯ প্রোতে তা সামনে হোম বাটনের নিচে চলে এসেছে। এতে করে অনেক ব্যবহারকারী ডিভাইসটি ব্যবহারে তুলনামূলক বেশি সাচ্ছন্দ্য বোধ করবেন। অন্যান্য বৈশিষ্ট্যগুলি মূল ফোনটির মতোই থাকবে। অর্থাৎ এতে থাকছে কিরিন ৯৬০ চিপসেট, ডুয়েল-ক্যামেরা সেটআপ, একই মানের র‌্যাম ও একই আকারের ৪০০০ মিলিঅ্যাম্পিয়ারআওয়ার ব্যাটারি। তবে ডিসপ্লে আকারে কিছুটা ছোট হলেও মেট ৯ প্রো’র মূল্য মেট ৯ এর চেয়ে বেশি পড়ছে।

হুয়েই জানিয়েছে যে, চীনে ৪জিবি র‌্যাম ও ৬৪ জিবি সংরক্ষণ ক্ষমতার হুয়েই মেট ৯ প্রো ৬৮৫ ডলার দামে এবং ৬জিবি র‌্যাম ও ১২৮ জিবি সংরক্ষণ ক্ষমতার সেটটি ৭৭৫ ডলার দামে বিক্রি করা হবে। অবশ্য আগে আমরা যে ৬ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি সংরক্ষণ ক্ষমতার সংস্করণটির কথা শুনেছিলাম, যার দাম জানা গিয়েছিল ৮৩৫ ডলার, সেই সংস্করণের বিষয়ে হুয়েই তাদের এবারের ঘোষণায় কিছু জানায়নি।

হুয়েই আরো যা জানায়নি তা হলো এ ডিভাইসগুলো কবে নাগাদ চীনের বাইরে বিশ্বের অন্যান্য দেশে পাওয়া যাবে। তাই বলা যাচ্ছে না ফোনগুলি আগামী মাসগুলোতে অন্য কোন দেশে পাওয়ার কোন সম্ভাবনা আছে কি না।