নিউজ ডেস্ক:আলমডাঙ্গার মুন্সিগঞ্জে দিন-দুপুরে এক মুক্তিযোদ্ধার বাড়িতে নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোর চক্রের সদস্যরা শোবার ঘরের বিছানার চাঁদর, ব্যবহারের শাড়ি চুরি করে নিয়ে যায়। গতকাল রোববার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় একটি অভিযোগ করেছেন জেহালা গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুর রহমান ওরফে গজনবী।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের জেহালা গ্রামের মৃত আজহার মালিতার ছেলে মুক্তিযোদ্ধা আব্দুর রহমান ওরফে গজনবী বাড়ির মই দিয়ে ঘরের ছাদে উঠলে গেলে পা পিছলে মাটিতে পড়ে গুরুতর আহত হন। এ ঘটনায় মুক্তিযোদ্ধা গজনবীকে তাঁর স্ত্রীসহ পরিবারের সদস্যরা বাড়ির গেটসহ ঘরের দরজায় তালা মেরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান এবং ভর্তি করান। পরে গজনবীর চিকিৎসা শেষে তাঁর স্ত্রী মোমেনাা খাতুন স্বামীকে নিয়ে বাড়ি ফিরে দেখেন বারান্দার গ্রীল ভাঙা, ঘরের দরজাসহ আলমারির তালা ভাঙা। পরে মুক্তিযোদ্ধা গজনবীর স্ত্রী মোমেনাা খাতুন দেখেন আলমারিতে রাখা নগদ ১ লাখ ৫০ হাজার টাকা, স্বর্ণালঙ্কার, ব্যবহারের কাপড়-চোপড়সহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল চুরি হয়ে গেছে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, ‘জেহালার চুরির ঘটনায় মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের স্ত্রী মোমেনা খাতুন বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন। আমরা বিষয়টি তদন্ত করছি এবং চোর চক্রকে ধরতে অভিযান অব্যাহত রেখেছি।’