শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে

0
7

দারিয়াপুর ইউনিয়ন ভূমি অফিসের নবনির্মিত ভবনের উদ্বোধনকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী
নিউজ ডেস্ক:মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়ন ভূমি অফিসের নবনির্মিত ভবনের উদ্বোধন, দুস্থ ব্যক্তিদের মধ্যে ঢেউটিন বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে দারিয়াপুর ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা প্রশাসক মো. আতাউল গনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিথির বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাাংলাদেশ প্রতিনিয়ত উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। দারিয়াপুর এবং মোনাখালী দুই সহোদর ভাই বোন। দারিয়াপুরে একটি মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে, দারিয়াপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এ ছাড়াও তিনি ওই এলাকার অনেক উন্নয়ন কাজের পরিকল্পনার কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, ভূমি মন্ত্রণালয়ের উপসচিব অরুন কুমার ম-ল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসমান গনি প্রমুখ।