মঙ্গলবার | ১৩ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo গাইবান্ধা-৩ নির্বাচনী আসনে নতুন ভোটার ২৭ হাজার ৯০৫ জন, মোট ৫ লাখ ৬ হাজার ১৮৫ Logo সুন্দরবনে হরিণ শিকার রোধে কোস্ট গার্ডের অভিযান, জব্দ বিপুল পরিমাণ মাংস ও ফাঁদ Logo ‘সেনা হেফাজতে জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদকের মৃত্যু’ Logo শিয়ালকোলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংঘর্ষ: নারীসহ অন্তত ৮ জন আহত Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সভাপতি এপেক্স সাঈদ আহসান , সম্পাদক সাংবাদিক অপু চৌধুরী Logo পরিকল্পিতভাবে ব্রাকসু নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে, অভিযোগ শিবির সমর্থিত বেরোবি শিক্ষার্থী পরিষদ প্যানেলের  Logo ব্রাকসু নির্বাচনের চতুর্থত বার পুনঃতফসিল ঘোষণা  Logo খুবিতে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম: পরিদর্শনে উপাচার্য ও উপ-উপাচার্য Logo গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি Logo যৌন নিপীড়নের দায়ে খুবি শিক্ষককে দুই বছরের অব্যাহিত 

আলমডাঙ্গায় সরকারি জমি দখলের অভিযোগ

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৫৯:৪৯ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯
  • ৭৩৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:আলমডাঙ্গার হাউসপুরের তারিকের বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখলের অভিযোগ উঠেছে। জমি দখল করার পর তিনি দোকান নির্মাণ করে মোটা অঙ্কের বাণিজ্য করছেন বলে স্থানীয় লোকজন অভিযোগ করেছেন। এ ছাড়াও তাঁর বিরুদ্ধে জিকে ক্যানেলের রাস্তা দখল করে গরু পালনের অভিযোগও তোলেন এলাকাবাসী।
জানা গেছে, আলমডাঙ্গার পৌর এলাকার হাউসপুর গ্রামের জাহার আলীর ছেলে তারিক ও ফারুকের বিরুদ্ধে অবৈধভাবে পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের অভিযোগ উঠেছে। দখল করা জমিতে দোকান নির্মানের পর তা বিক্রয় করে তাঁরা মোটা অঙ্কের বাণিজ্য চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন এলাকাবাসী। ইতিমধ্যে কয়েক মাস ধরে হাউসপুর গ্রামের জিকে ক্যানেলের পাশের জমি দখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারিক। ওই স্থান দিয়ে হাউসপুর গ্রামের প্রায় ৫০টি বাড়ির লোকজন যাতায়াত করেন। এ কারণে সাধারণ লোকজনের যাতায়াতে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
অভিযোগকারী হাউসপুর গ্রামের হাফিজুল জানান, দীর্ঘদিন যাবৎ তারিক গরু পালনের ব্যবসা চালিয়ে আসছেন। টাকার গরম ও ক্ষমতার জোরে জিকে ক্যানেলের দুই পাড়ের সরকারি জমি অবৈধভাবে দখল করে আছেন তারিক। এ জমিতে তিনি নিজে মুরগির দোকান করেন ও ধাপে ধাপে বিভিন্ন লোকজনের নিকট দোকান বিক্রয় করেন। এ ছাড়াও পালন করা গরু সরকারি রাস্তা দখল করে বেঁধে রাখেন এবং ওই স্থানে টিনের চালা দিয়ে দখল করার চেষ্টা চালান। এ নিয়ে পৌর কাউন্সিলর, ম-ল ও স্থানীয় নেতা-কর্মীরা দফায় দফায় রাস্তা দখলের বিরুদ্ধে মিটিং করলেও তাঁদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আবারও জমি দখল করেন তিনি। এতে করে আমাদের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।’
এ প্রসঙ্গে অভিযুক্ত তারিকের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘আমি একজন আনসার সদস্য। আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। আমি কোনো দোকান অথবা জমি কারও নিকট বিক্রি করিনি।’
এ ব্যাপারে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন আলী বলেন, সরকারি জমি দখল করে বাণিজ্যের কোনো সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গাইবান্ধা-৩ নির্বাচনী আসনে নতুন ভোটার ২৭ হাজার ৯০৫ জন, মোট ৫ লাখ ৬ হাজার ১৮৫

আলমডাঙ্গায় সরকারি জমি দখলের অভিযোগ

আপডেট সময় : ১০:৫৯:৪৯ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯

নিউজ ডেস্ক:আলমডাঙ্গার হাউসপুরের তারিকের বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখলের অভিযোগ উঠেছে। জমি দখল করার পর তিনি দোকান নির্মাণ করে মোটা অঙ্কের বাণিজ্য করছেন বলে স্থানীয় লোকজন অভিযোগ করেছেন। এ ছাড়াও তাঁর বিরুদ্ধে জিকে ক্যানেলের রাস্তা দখল করে গরু পালনের অভিযোগও তোলেন এলাকাবাসী।
জানা গেছে, আলমডাঙ্গার পৌর এলাকার হাউসপুর গ্রামের জাহার আলীর ছেলে তারিক ও ফারুকের বিরুদ্ধে অবৈধভাবে পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের অভিযোগ উঠেছে। দখল করা জমিতে দোকান নির্মানের পর তা বিক্রয় করে তাঁরা মোটা অঙ্কের বাণিজ্য চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন এলাকাবাসী। ইতিমধ্যে কয়েক মাস ধরে হাউসপুর গ্রামের জিকে ক্যানেলের পাশের জমি দখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারিক। ওই স্থান দিয়ে হাউসপুর গ্রামের প্রায় ৫০টি বাড়ির লোকজন যাতায়াত করেন। এ কারণে সাধারণ লোকজনের যাতায়াতে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
অভিযোগকারী হাউসপুর গ্রামের হাফিজুল জানান, দীর্ঘদিন যাবৎ তারিক গরু পালনের ব্যবসা চালিয়ে আসছেন। টাকার গরম ও ক্ষমতার জোরে জিকে ক্যানেলের দুই পাড়ের সরকারি জমি অবৈধভাবে দখল করে আছেন তারিক। এ জমিতে তিনি নিজে মুরগির দোকান করেন ও ধাপে ধাপে বিভিন্ন লোকজনের নিকট দোকান বিক্রয় করেন। এ ছাড়াও পালন করা গরু সরকারি রাস্তা দখল করে বেঁধে রাখেন এবং ওই স্থানে টিনের চালা দিয়ে দখল করার চেষ্টা চালান। এ নিয়ে পৌর কাউন্সিলর, ম-ল ও স্থানীয় নেতা-কর্মীরা দফায় দফায় রাস্তা দখলের বিরুদ্ধে মিটিং করলেও তাঁদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আবারও জমি দখল করেন তিনি। এতে করে আমাদের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।’
এ প্রসঙ্গে অভিযুক্ত তারিকের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘আমি একজন আনসার সদস্য। আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। আমি কোনো দোকান অথবা জমি কারও নিকট বিক্রি করিনি।’
এ ব্যাপারে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন আলী বলেন, সরকারি জমি দখল করে বাণিজ্যের কোনো সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।