মঙ্গলবার | ১৩ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo সুন্দরবনে হরিণ শিকার রোধে কোস্ট গার্ডের অভিযান, জব্দ বিপুল পরিমাণ মাংস ও ফাঁদ Logo ‘সেনা হেফাজতে জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদকের মৃত্যু’ Logo শিয়ালকোলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংঘর্ষ: নারীসহ অন্তত ৮ জন আহত Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সভাপতি এপেক্স সাঈদ আহসান , সম্পাদক সাংবাদিক অপু চৌধুরী Logo পরিকল্পিতভাবে ব্রাকসু নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে, অভিযোগ শিবির সমর্থিত বেরোবি শিক্ষার্থী পরিষদ প্যানেলের  Logo ব্রাকসু নির্বাচনের চতুর্থত বার পুনঃতফসিল ঘোষণা  Logo খুবিতে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম: পরিদর্শনে উপাচার্য ও উপ-উপাচার্য Logo গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি Logo যৌন নিপীড়নের দায়ে খুবি শিক্ষককে দুই বছরের অব্যাহিত  Logo বারিষাব ইউনিয়নের ১০৩/৭৭ আল-তৌফিকী সড়ক পাকা ও আধুনিকীকরণের জরুরি প্রয়োজন

মেহেরপুর জেলা সরকারি গণগ্রন্থাগার ও পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৫৭:২৩ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০১৯
  • ৭৩৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:মেহেরপুর জেলা সরকারি গণগ্রন্থাগার ও পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুদকের উপসহকারী পরিচালক নাসিরুল্লাহ হুসাইনের নেতৃত্বে দুদকের একটি টিম এ অভিযান পরিচালনা করে। প্রথমে মেহেরপুর জেলা সরকারি গ্রন্থাগারের অনিয়মের অভিযোগে অভিযান চালায় দুদক। অভিযানে গ্রন্থাগারের বেশকিছু ভুয়া বিল-ভাউচার পাওয়া যায়। অভিযানে নেতৃত্বদানকারী কর্মকর্তা নাসিরুল্লাহ হুসাইন জানান, কম্পিউটার ক্রয়-সংক্রান্ত একাধিক ভুয়া ভাউচার পাওয়া গেছে। এখানে কোনো কিছু ক্রয় না করে বিল-ভাউচার দেখানো হয়েছে। তিনি আরও বলেন, জেলা সরকারি গ্রন্থাগারিক ইমদাদুল হকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পরে দুদকের এ টিম মেহেরপুর জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালায়। দুদকের উপসহকারী পরিচালক নাসিরুল্লাহ হুসাইন জানান, ১০৬-এর অভিযোগের ভিত্তিতে মেহেরপুরের দুটি সরকারি অফিসে অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে জেলা সরকারি গণগ্রন্থাগারের গত দুই বছরের নথি পর্যালোচনা করে বেশকিছু অনিয়ম পাওয়া গেছে। এ ছাড়া কম্পিউটার ক্রয় ও বই ক্রয় বাবদ বেশ কিছু ভুয়া ভাউচার পাওয়া যায়।
নাসিরুল্লাহ হুসাইন আরও জানান, ‘মেহেরপুর জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযানের সময় আমরা মেইন গেট বন্ধ করে দিয়ে সবার কাছে জিজ্ঞাসা করেছি। আমি ওই সময় এখানে কোনো দালাল পাইনি। সেবা গ্রহীতাদের কাছে জানতে চেয়েছি, তাঁরা কোনো হয়রানির শিকার হচ্ছে কি না, তাঁরা সবাই পজেটিভলি বলেছে, কেউ কোনো অভিযোগ দেননি। মেহেরপুর জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের বিরুদ্ধে আরও একটি অভিযোগ ছিল একই কাজে সেবা গ্রহীতাদের সাত-আটবার আসা লাগে। এ বিষয়ে সেবা গ্রহীতাদের কাছে জানতে চাইলে তাঁরা জানান, তাঁদের কারও কারও সর্বোচ্চ দুই-তিনবার আসা লেগেছে। পরে আমরা উপসহকারী পরিচালক আব্দুর রাজ্জাকের সঙ্গে সাক্ষাৎ করেছি। তিনি আমাদের জানিয়েছেন, তিনি সম্প্রতি যোগদান করেছেন। তাই এ বিষয়ে তিনি কিছু জানেন না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সুন্দরবনে হরিণ শিকার রোধে কোস্ট গার্ডের অভিযান, জব্দ বিপুল পরিমাণ মাংস ও ফাঁদ

মেহেরপুর জেলা সরকারি গণগ্রন্থাগার ও পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

আপডেট সময় : ১০:৫৭:২৩ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০১৯

নিউজ ডেস্ক:মেহেরপুর জেলা সরকারি গণগ্রন্থাগার ও পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুদকের উপসহকারী পরিচালক নাসিরুল্লাহ হুসাইনের নেতৃত্বে দুদকের একটি টিম এ অভিযান পরিচালনা করে। প্রথমে মেহেরপুর জেলা সরকারি গ্রন্থাগারের অনিয়মের অভিযোগে অভিযান চালায় দুদক। অভিযানে গ্রন্থাগারের বেশকিছু ভুয়া বিল-ভাউচার পাওয়া যায়। অভিযানে নেতৃত্বদানকারী কর্মকর্তা নাসিরুল্লাহ হুসাইন জানান, কম্পিউটার ক্রয়-সংক্রান্ত একাধিক ভুয়া ভাউচার পাওয়া গেছে। এখানে কোনো কিছু ক্রয় না করে বিল-ভাউচার দেখানো হয়েছে। তিনি আরও বলেন, জেলা সরকারি গ্রন্থাগারিক ইমদাদুল হকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পরে দুদকের এ টিম মেহেরপুর জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালায়। দুদকের উপসহকারী পরিচালক নাসিরুল্লাহ হুসাইন জানান, ১০৬-এর অভিযোগের ভিত্তিতে মেহেরপুরের দুটি সরকারি অফিসে অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে জেলা সরকারি গণগ্রন্থাগারের গত দুই বছরের নথি পর্যালোচনা করে বেশকিছু অনিয়ম পাওয়া গেছে। এ ছাড়া কম্পিউটার ক্রয় ও বই ক্রয় বাবদ বেশ কিছু ভুয়া ভাউচার পাওয়া যায়।
নাসিরুল্লাহ হুসাইন আরও জানান, ‘মেহেরপুর জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযানের সময় আমরা মেইন গেট বন্ধ করে দিয়ে সবার কাছে জিজ্ঞাসা করেছি। আমি ওই সময় এখানে কোনো দালাল পাইনি। সেবা গ্রহীতাদের কাছে জানতে চেয়েছি, তাঁরা কোনো হয়রানির শিকার হচ্ছে কি না, তাঁরা সবাই পজেটিভলি বলেছে, কেউ কোনো অভিযোগ দেননি। মেহেরপুর জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের বিরুদ্ধে আরও একটি অভিযোগ ছিল একই কাজে সেবা গ্রহীতাদের সাত-আটবার আসা লাগে। এ বিষয়ে সেবা গ্রহীতাদের কাছে জানতে চাইলে তাঁরা জানান, তাঁদের কারও কারও সর্বোচ্চ দুই-তিনবার আসা লেগেছে। পরে আমরা উপসহকারী পরিচালক আব্দুর রাজ্জাকের সঙ্গে সাক্ষাৎ করেছি। তিনি আমাদের জানিয়েছেন, তিনি সম্প্রতি যোগদান করেছেন। তাই এ বিষয়ে তিনি কিছু জানেন না।