নিউজ ডেস্ক:আলমডাঙ্গার বেলগাছী পূর্বপাড়ায় বাড়িতে কাপড় শুকাতে গিয়ে বৈদ্যুৎস্পৃষ্টে জবেদা খাতুন (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা একটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত জবেদা খাতুনের বড় ছেলে কোরবান আলী ও নাতিছেলে লালন রাজ গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে আলমডাঙ্গার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।আলমডাঙ্গার বেলগাছী পূর্বপাড়ায় বাড়িতে কাপড় শুকাতে গিয়ে বৈদ্যুৎস্পৃষ্টে জবেদা খাতুন (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা একটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত জবেদা খাতুনের বড় ছেলে কোরবান আলী ও নাতিছেলে লালন রাজ গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে আলমডাঙ্গার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার বেলগাছী ইউনিয়নের পূর্বপাড়ার মৃত তক্কেল মালিতার স্ত্রী জবেদা খাতুন (৬৫) গতকাল শনিবার বেলা একটার দিকে গোসল শেষে বাড়িতে বৈদ্যুতিক তারের ওপরে কাপড় শুকাতে দেন। বৈদ্যুতিক তারে লিক থাকায় ওই বৃদ্ধা বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাঁর বড় ছেলে কোরবান তাঁর মাকে স্পর্শ করলে তিনিও বিদ্যুতায়িত হন। এ ঘটনার সময় কোরবান আলীর চিৎকারে তাঁর ছেলে লালন রাজ ছুটে এসে তাঁদের উদ্ধার করার চেষ্টা করলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। বাড়ির লোকজন বিষয়টি বুঝতে পেরে বাড়ির মেইন সুইস বন্ধ করে দেন। এ সময় ঘটনাস্থল থেকে জবেদা খাতুনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। নিহত জবেদার বড় ছেলে কোরবান আলী ও নাতিছেলে লালন রাজকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আলমডাঙ্গা থানার তদন্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।