দামুড়হুদায় বিজিবির চোরাচালান বিরোধী অভিযান
নিউজ ডেস্ক:দামুড়হুদা উপজেলার বিভিন্নস্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিল ও মদ উদ্ধার করেছে বিজিবি। গত রোববার পৃথক অভিযানে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গত রোববার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬বিজিবি) এর দর্শনা বিওপির টহল কমান্ডার সুবেদার মোখলেছুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত মেমনগর গ্রামের ইটভাটা থেকে ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৯ হাজার ৬শ’ টাকা।
একইদিন রোববার বিকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬বিজিবি) এর বারাদি বিওপির টহল কমান্ডার নায়েক আকবর আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত কামারপাড়া গ্রামের মাঠ থেকে ৭ বোতল ভারতীয় মদসহ সাইফুল ইসলাম (২৫) নামের এক যুবককে আটক করে। আটককৃত সাইফুল ইসলাম ওই গ্রামের হাফিজুল ইসলামের ছেলে। উদ্ধারকৃত মদরে আনুমানিক মূল্য ১০ হাজার ৫শ’ টাকা। উদ্ধারকৃত মদসহ আসামীকে দামুড়হুদা থানায় সোর্পদ করা হয়েছে।