নিউজ ডেস্ক:আলমডাঙ্গা থানা পুলিশ হারদী ইউনিয়নের প্রাগপুর মাঠ থেকে পরিত্যাক্ত অবস্থায় ১টি শুটারগান উদ্ধার করেছে। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বেলা ৩টার দিকে আলমডাঙ্গার হারদী ইউনিয়নের প্রাগপুর মাঠে জনৈক ইটভাটা শ্রমিক মাটি কাটার সময় তার কোদালের কোপে ১টি পরিত্যাক্ত শুটারগান পলিথিনে মোড়ানো অবস্থায় দেখতে পাই। ভাটা শ্রমিক সাথে সাথে মাঠে থাকা অন্যান্য লোকজনকে জানায় এবং থানা পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে আলমডাঙ্গা থানার এসআই সাইফুল সঙ্গীয় ফোর্সসহ বেলা সাড়ে ৩টার দিকে উক্ত মাঠ থেকে ১টি শুটারগান পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে। ধারণা করা হচ্ছে পূর্বের কোন সন্ত্রাসী বাহিনীর মাটিতে পুতে রাখা অস্ত্র হতে পারে।






















































