বিগত দিনে যারা অশান্তি ও নাশকতা করেছে পুলিশ তাদের ধরবে
নিউজ ডেস্ক: পৃথিবীর একমাত্র দেশ বাংলাদেশ যেখানে মুক্তিযোদ্ধাদের ও মুক্তিযোদ্ধার নায়ককে নিয়ে বির্তক করা হয়। পৃথিবীর সবদেশে দলীয় ভেদাভেদ থাকতে পারে কিন্তু মুক্তিযুদ্ধের, দেশের স্বাধীনতার সাথে কখনো দলীয় করণ করা হয়না। আপনি যদি আপনার জন্মদাতার কথা অস্বীকার করেন, তাহলে তো আপনারই জন্মনিয়ে প্রশ্ন তুলবে মানুষ। আমি আজ এসপি কিভাবে হলাম। দেশ স্বাধীন বলে এসপি হয়েছি। আমরা স্বাধীনতা লাভ করেছি কাদের জন্য মুক্তিযোদ্ধাদের জন্য। বঙ্গবন্ধুর আহবানে এদেশ স্বাধীন হয়েছে। তাই মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের নায়ককে আমি মানব সে যেই হোক, আর আপনাদেরও তাকে মানতে হবে। তাছাড়াও যারা আধুনিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখবে তাদের সাথেও আমরা আছি। তিনি আরো বলেন, এই প্রত্যান্ত এলাকা গাংনী যেখানে মাদক ও সন্ত্রাসের স্বর্গরাজ্য ছিলো। সেই গাংনী মাত্র ৫ থেকে ৭ বছরের মধ্যে সন্ত্রাস ও মাদক নির্মূল হয়েছে। এখন গাংনীর মানুষ শান্তিতে আছে। সেই শান্তি অব্যহত রাখতে হবে। আর এটা ধরে রাখতে হলে আমাদের পাশে এসে দাঁড়াতে হবে। আমাদের কাধে কাধ মিলিয়ে কাজ করতে আমাদের সহযোগিতা করতে হবে। বিগত দিনে যারা অশান্তি করেছে, নাশকতা করেছে পুলিশ তাদের ধরবে। পুলিশ মানুষ ধরে নির্যাতন এটা ঠিক নয়। পুলিশ ভালো মানুষকে ধরে না। যারা অপরাধ করে তাদের ধরে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে গাংনী পাইলট স্কুল এন্ড কলেজে মাঠে গাংনী পুলিশিং কমিটির ফোরাম আয়োজিত জঙ্গি, মাদক ও সন্ত্রাস বিরোধী প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন মেহেরপুর পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হরেন্দ্রনাথ সরকার (পিপিএম) এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমান, পুলিশ সার্কেল হেড কোয়ার্টার লিয়াকত হোসেন, সার্কেল এসপি নবকুমার, বিশিষ্ট সংগঠক সিরাজুল ইসলাম, গাংনী মহিলা কলেজের অধ্যক্ষ খোরশেদ আলম, গাংনী সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, গাংনী পাইলট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আফজাল হোসেন, বিশিষ্ট সমাজসেবক আলফাজ হোসেন, জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি ইনামুল হক, জেলা পরিষদের সদস্য মজিরুল ইসলাম, গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশারেফ হোসেন, গাংনী পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নবীর উদ্দীন, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও পুণর্বাসন সম্পাদক কাথূলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলাইন ছেপু, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহম্মেদ, তেঁতুলবাড়িয়া ইউপি সাবেক চেয়ারম্যান নাজমুল হুদা, গাংনী বাজার কমিটির সভাপতি মাহাবুবুর রহমান স্বপন ও রাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান।






















































