শিরোনাম :
Logo প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ Logo ঢাকায় হামলার প্রতিবাদে চাঁবিপ্রবিতে প্রকৌশল অধিকার আন্দোলনে বিক্ষোভ Logo ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ গঠনে ১১ সদস্যের কমিটি Logo দিনাজপুরের বীরগঞ্জ শহীদ মিনার চত্বরে ২৭ই আগস্ট বুধবার দুপুর ১২ টায় পশ্চিম ভোগডোমায় খেলার মাঠ রক্ষায় মানববন্ধন করেন স্থানীয় জনগণ Logo উল্লাপাড়ায় বিএনপি নেতার ওপর প্রতিপক্ষের হামলার অভিযোগ Logo ঢাকায় প্রকৌশল অধিকার আন্দোলনে যোগ দিতে বাসের ব্যবস্থা করল যবিপ্রবি প্রশাসন Logo আওয়ামী ফ্যাসিস্ট দোষরদের শান্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা Logo সাতক্ষীরায় নিখোঁজের ৪ দিন পর রাজমিস্ত্রির অর্ধগলিত মরদেহ উদ্ধার Logo সাজিদের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে অবস্থান কর্মসূচি ঘোষণা Logo চাঁদপুর সদর উপজেলা পরিষদে আইনশৃঙ্খলা ও মাসিক সাধারণ সভা

দর্শনা কেরুজ চিনিকলের ২০১৮-১৯ আখ মাড়াই মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন

  • rahul raj
  • আপডেট সময় : ১১:১৮:১৯ পূর্বাহ্ণ, শনিবার, ১ ডিসেম্বর ২০১৮
  • ৭৪৫ বার পড়া হয়েছে

লোকসান কমাতে সকলকে সততার সাথে কাজ করতে হবে
নিউজ ডেস্ক: দর্শনার ঐতিহ্যবাহী কেরুজ চিনিকলের ২০১৮-১৯ মৌসুমের আখ মাড়াই মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে চিনিকলের ক্যান কেরিয়ার চত্বরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের মধ্যদিয়ে এ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়। দর্শনা কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এনায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, বর্তমানে চিনি শিল্পের অবস্থা নাজুক। চিনি শিল্পের মেরুদন্ড ভেঙ্গে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। চরম বিপর্যয়ের মুখে দেশের চিনি শিল্প অবস্থান করলেও কেরু এন্ড কোম্পানী একটি লাভজনক প্রতিষ্ঠান হওয়ায় কেরুজ চিনিকলকে আধুনিকায়ন করতে ইতোমধ্যেই সরকার সাড়ে ৪৭ কোটি টাকার পরিবর্তে রিটেন্ডারের মাধ্যমে ১শ কোটি টাকা বরাদ্দের ব্যবস্থা করেছে। সরকারের আপ্রাণ চেষ্টা রয়েছে বঙ্গবন্ধুর হাতে গড়া এ শিল্প প্রতিষ্ঠান যাতে আজীবন টিকে থাকে। তাই প্রতি বছরেই সরকার কোটি কোটি টাকা এ শিল্প প্রতিষ্ঠানকে ভর্তূকি ও ব্যাংক লোন দিচ্ছে। বক্তারা আরও বলেন, রুগ্ন শিল্পকে লোকসানের বোঝা কমাতে শ্রমিক-কর্মচারি ও কর্মকর্তাদের আরো দক্ষ, কর্মঠ, দূরদর্শিতা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে। এছাড়া এ প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখার জন্য জেলাবাসীকে আখচাষের উপর বেশী উদ্যোগী হতে হবে। কারণ আখ চাষিরা এই মিলের প্রাণ। তাই আখ চাষিদের সাথে সাথে শ্রমিক-কর্মচারিদের আখচাষ বাধ্যতামূলক করে আরো একধাপ এগিয়ে নিয়েছে চিনিকল কর্তৃপক্ষ। আবার চাষিদের সুবিধার কথা চিন্তা করে ইতোমধ্যেই কয়েক দফায় আখের মূল্য বৃদ্ধি করা হয়েছে। আখচাষিদের যাতে দূর্ভোগ পোহাতে না হয় সে কারণে আধুনিক পদ্ধতিতে মোবাইল ম্যাসেজের মাধ্যমে যেমন ই-পূর্জি দেয়া হচ্ছে, তেমনি ঘরে বসেই মোবাইল ফোনের মাধ্যমে আখের মূল্য পাচ্ছে কৃষকরা। তবে কর্তৃপক্ষ সুত্রে জানা গেছে ২০১৮-১৯ মৌসুমে কেরুজ নিজস্ব জমিতে ১ হাজার ৬৪৭ একর সহ সর্বমোট ৬ হাজার ৫৮৯ একর জমিতে আখচাষ করা হয়েছে। এর মধ্যে থেকে ৯০ কার্যদিবসে ১ লক্ষ মেট্রিকটন আখ মাড়াই করার লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। মাড়াইকৃত আখের গড় হার ধরা হয়েছে ৭ দশমিক। এ মাড়াই থেকে চিনি উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭ হাজার মেট্রিক টন। আলোচনা শেষে দোয়া অনুষ্ঠানের পরপরই উপস্থিত অতিথিসহ কেরুজ কর্মকর্তা ও কর্মচারীরা কেইন কেরিয়ারের ডোঙায় আখ নিক্ষেপের মধ্যদিয়ে মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে।
এসময় আলোচনা ও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জগতি চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের, দর্শনা চিনিকলের পদন্নতি (কৃষি) সেতাবগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক শামসুজ্জামান, চুয়াডাঙ্গা জেলা সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা ও জীবননগর সার্কেল) এম রাসেল, দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, দর্শনা পৌর আ.লীগের সভাপতি শহিদুল ইসলাম, বেগমপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান সামসুল ইসলাম, দর্শনা কেরুজ চিনিকলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি তৈয়ব আলী, সাধারন সম্পাদক মাসুদুর, সহ সভাপতি ফারুক আহম্মেদ, সহ সাধারন সম্পাদক খবির উদ্দিন, দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ এমএম সেলিম হোসেন, কেরুজ চিনিকলের মহাব্যবস্থাপক (অর্থ) মোশারফ হোসেন, মহাব্যবস্থাপক (প্রশাসন) দিলীপ কুমার বিশ্বাস।
ডিজিএম সম্প্রসারণ (কৃষি) গিয়াস উদ্দিনের প্রানবন্ত উপস্থাপনায় অনুষ্ঠিত সভা শেষে দোয়া পরিচালনা করেন কেরুজ জামে মসজিদের পেশ ইমাম হাজি আ. খালেক। এসময় আরও উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (ডিস্টিলারী) কবীর আহম্মেদ সরকার, মহাব্যবস্থাপক (কারখানা) আনোয়ার কবির, সেলস অফিসার শেখ শাহবুদ্দিন, এসিপিও (ইক্ষুক্রয়) মনিরুজ্জামান মনির, কেরুজ চিনিকলের সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্স, শ্রমিক নেতা ফিরোজ আহমেদ সবুজ, মোস্তাফিজুর রহমান, কেরুজ সিকিউরিটি ইন্সপেক্টর গিয়াস উদ্দিন পিনা প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

দর্শনা কেরুজ চিনিকলের ২০১৮-১৯ আখ মাড়াই মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন

আপডেট সময় : ১১:১৮:১৯ পূর্বাহ্ণ, শনিবার, ১ ডিসেম্বর ২০১৮

লোকসান কমাতে সকলকে সততার সাথে কাজ করতে হবে
নিউজ ডেস্ক: দর্শনার ঐতিহ্যবাহী কেরুজ চিনিকলের ২০১৮-১৯ মৌসুমের আখ মাড়াই মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে চিনিকলের ক্যান কেরিয়ার চত্বরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের মধ্যদিয়ে এ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়। দর্শনা কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এনায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, বর্তমানে চিনি শিল্পের অবস্থা নাজুক। চিনি শিল্পের মেরুদন্ড ভেঙ্গে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। চরম বিপর্যয়ের মুখে দেশের চিনি শিল্প অবস্থান করলেও কেরু এন্ড কোম্পানী একটি লাভজনক প্রতিষ্ঠান হওয়ায় কেরুজ চিনিকলকে আধুনিকায়ন করতে ইতোমধ্যেই সরকার সাড়ে ৪৭ কোটি টাকার পরিবর্তে রিটেন্ডারের মাধ্যমে ১শ কোটি টাকা বরাদ্দের ব্যবস্থা করেছে। সরকারের আপ্রাণ চেষ্টা রয়েছে বঙ্গবন্ধুর হাতে গড়া এ শিল্প প্রতিষ্ঠান যাতে আজীবন টিকে থাকে। তাই প্রতি বছরেই সরকার কোটি কোটি টাকা এ শিল্প প্রতিষ্ঠানকে ভর্তূকি ও ব্যাংক লোন দিচ্ছে। বক্তারা আরও বলেন, রুগ্ন শিল্পকে লোকসানের বোঝা কমাতে শ্রমিক-কর্মচারি ও কর্মকর্তাদের আরো দক্ষ, কর্মঠ, দূরদর্শিতা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে। এছাড়া এ প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখার জন্য জেলাবাসীকে আখচাষের উপর বেশী উদ্যোগী হতে হবে। কারণ আখ চাষিরা এই মিলের প্রাণ। তাই আখ চাষিদের সাথে সাথে শ্রমিক-কর্মচারিদের আখচাষ বাধ্যতামূলক করে আরো একধাপ এগিয়ে নিয়েছে চিনিকল কর্তৃপক্ষ। আবার চাষিদের সুবিধার কথা চিন্তা করে ইতোমধ্যেই কয়েক দফায় আখের মূল্য বৃদ্ধি করা হয়েছে। আখচাষিদের যাতে দূর্ভোগ পোহাতে না হয় সে কারণে আধুনিক পদ্ধতিতে মোবাইল ম্যাসেজের মাধ্যমে যেমন ই-পূর্জি দেয়া হচ্ছে, তেমনি ঘরে বসেই মোবাইল ফোনের মাধ্যমে আখের মূল্য পাচ্ছে কৃষকরা। তবে কর্তৃপক্ষ সুত্রে জানা গেছে ২০১৮-১৯ মৌসুমে কেরুজ নিজস্ব জমিতে ১ হাজার ৬৪৭ একর সহ সর্বমোট ৬ হাজার ৫৮৯ একর জমিতে আখচাষ করা হয়েছে। এর মধ্যে থেকে ৯০ কার্যদিবসে ১ লক্ষ মেট্রিকটন আখ মাড়াই করার লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। মাড়াইকৃত আখের গড় হার ধরা হয়েছে ৭ দশমিক। এ মাড়াই থেকে চিনি উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭ হাজার মেট্রিক টন। আলোচনা শেষে দোয়া অনুষ্ঠানের পরপরই উপস্থিত অতিথিসহ কেরুজ কর্মকর্তা ও কর্মচারীরা কেইন কেরিয়ারের ডোঙায় আখ নিক্ষেপের মধ্যদিয়ে মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে।
এসময় আলোচনা ও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জগতি চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের, দর্শনা চিনিকলের পদন্নতি (কৃষি) সেতাবগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক শামসুজ্জামান, চুয়াডাঙ্গা জেলা সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা ও জীবননগর সার্কেল) এম রাসেল, দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, দর্শনা পৌর আ.লীগের সভাপতি শহিদুল ইসলাম, বেগমপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান সামসুল ইসলাম, দর্শনা কেরুজ চিনিকলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি তৈয়ব আলী, সাধারন সম্পাদক মাসুদুর, সহ সভাপতি ফারুক আহম্মেদ, সহ সাধারন সম্পাদক খবির উদ্দিন, দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ এমএম সেলিম হোসেন, কেরুজ চিনিকলের মহাব্যবস্থাপক (অর্থ) মোশারফ হোসেন, মহাব্যবস্থাপক (প্রশাসন) দিলীপ কুমার বিশ্বাস।
ডিজিএম সম্প্রসারণ (কৃষি) গিয়াস উদ্দিনের প্রানবন্ত উপস্থাপনায় অনুষ্ঠিত সভা শেষে দোয়া পরিচালনা করেন কেরুজ জামে মসজিদের পেশ ইমাম হাজি আ. খালেক। এসময় আরও উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (ডিস্টিলারী) কবীর আহম্মেদ সরকার, মহাব্যবস্থাপক (কারখানা) আনোয়ার কবির, সেলস অফিসার শেখ শাহবুদ্দিন, এসিপিও (ইক্ষুক্রয়) মনিরুজ্জামান মনির, কেরুজ চিনিকলের সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্স, শ্রমিক নেতা ফিরোজ আহমেদ সবুজ, মোস্তাফিজুর রহমান, কেরুজ সিকিউরিটি ইন্সপেক্টর গিয়াস উদ্দিন পিনা প্রমুখ।