ফলাফলে আবারও বিএনপি-আ.লীগ’র নয়-ছয়
সভাপতি আ.রশিদ-আবুল বাশার সাধারণ সম্পাদক নির্বাচিত
নিউজ ডেস্ক:উৎসবমুখর পরিবেশে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এবারও বিভিন্ন পদে বিএনপি সমর্থিতরা নয়টি ও আওয়ামী লীগ সমর্থিত পরিষদের প্রার্থীরা ছয়টি পদে নির্বাচিত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল আটটা থেকে দুপুর ১২টা পর্যন্ত সমিতির মিলনায়তনে বিরতিহীন ভাবে ভোটগ্রহণ করা হয়। এতে ১৬৬ জন ভোটারের মধ্যে ১৬১ জন ভোটার তাদের নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করেন।
এ নির্বাচনে ১৫টি পদের বিপরীতে দু’টি প্যানেল থেকে মোট ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী ও সমন্বয় আইনজীবী পরিষদ থেকে সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন ছয়জন। এদের মধ্যে- সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এড. মোল্লা আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক পদে এড. আবুল বাশার, সহ-সভাপতি পদে এড. হাজী মো. শাহজাহান আলী ও যুগ্ম সম্পাদক পদে এড. মনিরুল হাসান পলাশ অন্যতম। বিভিন্ন পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল থেকে নির্বাচনে অংশ নিয়ে সহ-সভাপতি পদে এড. এসএম আসাদুজ্জামান গণি (সালাম) ও যুগ্ম সম্পাদক পদে এড. আহসান আলী এবং সদস্য পদে সাতজনসহ মোট নয়জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। এ প্যানেল থেকে সভাপতি পদে এড. সৈয়দ হেদায়েত হোসেন আসলাম ও সাধারণ সম্পাদক পদে এড. আ.স.ম আব্দুর রউফ প্রতিদ্বন্দ্বীতা করেন। দুপুর ১২টায় ভোট গ্রহণ ও মধ্যহ্ন ভোজ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচিত হলেন যাঁরা- সভাপতি পদে এড. মোল্লা আব্দুর রশিদ (আ.লীগ), সহ-সভাপতি পদে এড. এসএম আসাদুজ্জামান গণি সালাম (বিএনপি) ও এড. হাজী মো. শাহজাহান আলী (আ.লীগ), সাধারণ সম্পাদক পদে এড. আবুল বাশার (আ.লীগ), যুগ্ম সম্পাদক পদে এড. আহসান আলী (বিএনপি) ও এড. মনিরুল হাসান পলাশ (আ.লীগ), সদস্য পদে এড. সাজ্জাদ হোসেন রকি (আ.লীগ), এড. আতিয়ার রহমান-২ (বিএনপি), এড. আসাদুজ্জামান মিল্টন (বিএনপি), এড. জাহাঙ্গীর আলম মালিক (আ.লীগ), এড. রুবিনা পারভীন রুমা (বিএনপি), এড. শাহজামাল জামাল (বিএনপি), এড. মেহেদী হাসান নয়ন (বিএনপি), এড. জিল্লুর রহমান জালাল (বিএনপি), ও এড. শাহিন আক্তার (বিএনপি)।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এড. আব্দুর রশিদ চৌধুরী বলেন, ‘ কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়া শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচিতরা আগামী এক বছর এ সমিতির দায়িত্ব পালন করবেন।’






















































