মেহেরপুর প্রতিনিধি ঃ মেহেরপুর-২ (গাংনী) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে পৌর আওয়ামী লীগের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গাংনী থানা রোড়স্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়-২ ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম এ খালেক এর বাসভবনের সামনে থেকে একটি বিরাট মিছিল গাংনী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়।
মিছিলে অংশ নেওয়া নেতা কর্মীরা দাবি করেন মনোনয়ন প্রাপ্ত সাহিদুজ্জামান খোকন গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি হয়েও এখন পর্যন্ত সাংগঠনিক কোন কাজে সম্পৃক্ততা দেখিনাই। সে কোন নেতাকর্মীর খোঁজ খবর রাখেনা তাছাড়া তিনি একজন জনবিচ্ছিন্ন নেতা তাকে নৌকাে প্রার্থীতা দেওয়া মানে এ আসনে নৌকার ভরাডুবি হবে বলে মিছিলে আসা নেতা কর্মীরা দাবি করেন।
বুধবার
২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ