স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের কালীগঞ্জে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাশকতা প্রতিরোধ ও আইনশৃংখলা উন্নয়নে বিশেষ সভা সহ বিজয় দিসস ২০১৮ পালনে প্রস্তুতি মুলক সভা করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভাতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহা। সভাতে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) আশরাফুল আলম আশরাফ, উপজেলা পরিষদ ভাইচ চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, মহিলা ভাইচ চেয়ারম্যান শাহানাজ পারভীন ও কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ ইউনুচ আলী। সভাতে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সহ আইনশৃংখলা রক্ষার্থে করনীয় বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়। এতে নির্বাচনকালীন সময়ে দূর্বত্তরা পেট্রোল বোমা ও আগুনে পোড়াতে পারে এমন আশঙ্কা সহ সকল প্রকার নাশকতা প্রতিরোধে খুচরা পেট্রোল বিক্রয় বন্ধে পুলিশকে অভিযান চালানোর নির্দ্দেশ দেওয়া হয়। এ ছাড়াও সংসদ নির্বাচনে সকল দলের প্রার্থী ও কর্মীদের নির্বাচনী আচরণ বিধি মেনে চলারও আহব্বান জানানো হয়। সভাতে উপস্থিত অন্নান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ^াস, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, ব্যাংক কর্মকর্তা, ব্যাবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ সহ উপজেলা পরিষদের সকল দপ্তরের অফিসারবৃন্দ। শেষে বিজয় দিবস ২০১৮ পালনে এক প্রস্তুতিমুলক সভা করা হয়। দিবসটি যথাযোগ্য মর্ষাদায় পালনে ওইদিনের কর্মসূচির বিভিন্ন অনুষ্টানের সাব কমিটি গঠন করা হয়।