নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড়ে তুষার নামের এক যুবককে মারধর করে টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলো- দৌলতদিয়াড়ের চুরুনীপাড়ার বশির (২২), মিরাজ (২২) ও নাঈম (২০)। এ ঘটনায় ওই যুবক চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে তুষার দৌলতদিয়াড় দক্ষিণপাড়ায় চায়ের দোকানে বসে ছিল। এ সময় নাঈম নামের এক যুবক তাকে ডেকে নিয়ে এক মাঠের ভিতর নিয়ে যায়। এরপর তাকে তিনজন মিলে এলোপাতাড়ি লাঠি দিয়ে মেরে জখম করে। এসময় তুষারের দুলাভাই তাকে উদ্ধার করতে গেলে তাকেও মেরে মাথা ফাটিয়ে দেয় তারা। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। তারা তুষারের কাছে থাকা মাছ বিক্রির ৩১ হাজার টাকা ছিনিয়ে নিয়ে নেয়। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী তুষার।





















































