নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দলীয় প্রতীক নিয়ে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, সাবেক সফল ছাত্রনেতা, বিশিষ্ট সমাজ সেবক মো. শরীফুজ্জামান শরীফ। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনস্থ বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের স্বেচ্ছাসেবক দলের অফিসে স্থাপিত বুথে স্ব-শরীরে হাজির হয়ে তার মনোনয়ন ফরমটি জমা দেন। কেন্দ্রীয় বিএনপি’র কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য খান রবিউল ইসলাম রবি তার মনোনয়ন ফরম গ্রহন করেন।
এ প্রসঙ্গে বিএনপি নেতা শরীফুজ্জামান শরীফ বলেন, চুয়াডাঙ্গা-১ আসন (চুয়াডাঙ্গা সদর-আলমডাঙ্গা) আসন থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছি। হাইকমান্ডের সিদ্ধান্তের জন্য এখন অপেক্ষা করতে হবে। নির্বাচনের উপযুক্ত পরিবেশ ও পরিস্থিতি তৈরি হলে তবেই নির্বাচনে যেতে চায় বিএনপি। আমিও দলের সিদ্ধান্তের বাইরে নই।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, আবু বক্কর সিদ্দিক আবু, মহিলাদল নেত্রী জাহানারা পারভীন, পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি রাফাতুল্লা মহলদার, সহ-সম্পাদক খায়রুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, সহ-সভাপতি হাফিজুল ইসলাম মুক্ত, আলমডাঙ্গা থানার গাংনী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল ইসলাম রেজু, মহিলাদল নেত্রী ও পৌর কাউন্সিলর শেফালী খাতুন, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবলু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাবিবুর রহমান সাদিদ, সাবেক সাধারণ সম্পাদক আশাদুল হক বটুল, জেলা যুবদলের সহ-সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ উদ্দীন হাবলু, জেলা জাসাস’র সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিম, জেলা বিএনপি’র সাবেক ক্রীড়া সম্পাদক আব্দুস সালাম, জেলা তরুণ দলের আহ্বায়ক মাবুদ সরকার, সাবেক ছাত্রনেতা শাহ জামাল, সাইফুল মেম্বার, ফরিদ মেম্বার, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল আরেফিন কিরণ, যুগ্ম-সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, জেলা ছাত্রদল নেতা কৌশিক আহম্মেদ রানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিয়াদ আহম্মেদ, তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান লিপকন, সহ-সাধারণ সম্পাদক আতিকুর রহমান উজ্জল, ঢাকা তেজগাঁও কলেজ ছাত্রদল নেতা রাসেল, ইমরান আহম্মেদ, আসিফ আহম্মেদ, মোস্তাক আহম্মেদ, হাসান কবির, আসিফ মর্তুজা শাওন, আতিকুর রহমান মিঠু, নোবেল ইসলাম সূর্য, ফারহান, আল আমিন, ইয়ামিন, রিংকু, তপু, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আল ইমরান বাদশা প্রমূখ।