নিউজ ডেস্ক:আলমডাঙ্গার উপজেলার ওসমানপুর গ্রামে চিতা বাঘকে পিটিয়ে হত্যা করেছেন স্থানীয়রা। গত বৃহস্পতিবার দিনগত রাত ৪টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দিনগত রাতে হারদী ইউনিয়নের ওসমানপুর গ্রামের মৃত মোতালেব মন্ডলের ছেলে আলতাফ হোসেনের বাড়িতে ছাগল রাখার ঘরের মধ্যে ঢুকে পড়ে চিতাবাঘটি। রাত ৪ টার দিকে ছাগল উচ্চস্বরে চিৎকার করলে আলতাফ রাতের আধারে লাইট মেরে ঘটনাটি কি দেখতে গেলে দেখে ছাগলের গলায় কামড় মেরে বসে আছে একটি বাঘ। দেখে আতঙ্কিত হয়ে চিৎকার করলে বাঘ ছাগলের গলা ছেলে আলতাফের উপরে ঝাঁপিয়ে পড়ে। তার আত্মচিৎকারে স্থানীয়রা ঘুম ভেঙ্গে এসে দেখে বাঘ। পরে সাধারণ জনগণ চিতা বাঘটিকে জাল দিয়ে ধরবার চেষ্টা করলে তা বৃথা যায়। এলাকাবাসীর উপরেও যখন আক্রমণ শুরু করে তখন সাধারণ জনগণ পিটিয়ে চিতা বাঘটিকে হত্যা করে। এলাকাবাসী জানান, দীর্ঘদিন যাবত এই এলাকায় চিতা বাঘটি ছাগল, মুরগী, হাসসহ বিভিন্ন পশু পাখি খেয়েছে। এমন এক সময় ছিলো এই অঞ্চলে বাঘের ভয়ে রাতে কেউ বাইরে একা বের হত না। বর্তমানের আবারো সেই বাঘের উৎপাত আবারো বৃদ্ধি পাওয়ার সম্ভবনা। মৃত বাঘটি দেখতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে লোকজন দেখতে ভিড় জমায়।