ঝিনাইদহ থেকে জাহিদুর রহমান তারিকঃ ঝিনাইদহে সিও’র মাদক বিরোধী মতবিনিময় সভা ও বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সিও চাকলাপাড়া কনভেনশন সেন্টারে এ আয়োজন করা হয়। সিও নির্বাহী পরিচালক সামছুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ সিনিয়র সহকারি পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদী, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি একরামুল হক লিকু, অংকুর নাট্য একাডেমীর স্ধাারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস, বিহঙ্গ সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক শাহিনুর আলম লিটন, বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদের জেলা সভাপতি রুবেল পারভেজ, কৌতুক অভিনেতা হুমায়ুন কবিরী টুকু প্রমুখ। পরে মাদক বিরোধী মতবিনিময় সভা শেষে সিও’র পক্ষ থেকে বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদের জেলা কমিটিকে সম্মাননা স্বারক প্রদান করা হয়। সে সময় বক্তারা যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে সকলকে সচেতন হওয়ার পরামর্শ দেন।
বুধবার
২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ