নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গা শহরসহ পৃথক দুইটি স্থানে সড়ক দুর্ঘটনায় নারীসহ ৬ জন গুরুত্বর আহত হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল রোববার চুয়াডাঙ্গা শহরের চুয়াডাঙ্গা সরকারি কলেজ সড়কে সরকারি কলেজের সামনে মোটরসাইকেল দুর্ঘটনা ও দামুড়হুদা উপজেলার লক্ষীপুরে ট্রাকের ধাক্কায় অটো উল্টানোর ঘটনা ঘটে। এ দুটি পৃথক দুর্ঘটনায় এক নারীসহ মোট ৬ জন গুরুত্বর আহত হয়।
পৃথক এ সড়ক দুর্ঘটনায় আহতরা হলো- চুয়াডাঙ্গা পৌর এলাকার মুক্তিপাড়ার রহিমের ছেলে ও চুয়াডাঙ্গা ভিজে স্কুলের নবম শ্রেণীর ছাত্র জুবায়ের (১৫), চুয়াডাঙ্গা পৌর এলাকার দৌলতদিয়াড় বঙ্গজপাড়ার শহিদুল ইসলামের ছেলে শাহরিয়ার মুস্তাক (১৫), চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া বাজারপাড়ার আব্দুল মালেকের ছেলে মিজানুর রহমান (৪০), আব্দুল কাশেমের ছেলে মোতালেব (৫০), দামুড়হুদা উপজেলার জুড়ানপুর হাসপাতালপাড়ার মৃত মোজাম্মেল মন্ডলের ছেলে মনির উদ্দীন (৭০) ও দামুড়হুদা কালিয়াবকরি গ্রামের পশ্চিমপাড়ার জহির উদ্দীনের স্ত্রী আমেনা খাতুন (৩০)। সড়ক দুর্ঘটনায় আহতদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। সড়ক দুর্ঘটনায় আহতদের মধ্যে জুবায়ের ও মনির উদ্দীনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।
জানা যায়, গতকাল দুপুর ৩টার দিকে চুয়াডাঙ্গা কোর্ট মোড় থেকে সরকারি কলেজ অভিমুখে যাওয়ার সময় সরকারি কলেজের সামনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি রিক্সাকে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে জুবায়ের ও বন্ধু শাহরিয়ার মুস্তাক গুরুত্বর আহত হয়। এদিকে, চুয়াডাঙ্গা ঈদগাহ সড়ক থেকে চাচার সাধে মোটরসাইকেলযোগে কোর্টমোড় অভিমুখে যাচ্ছিল মিজানুর রহমান উক্ত মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রিক্সাকে ধাক্কা দিলে রিক্সাটি ছিটকে এসে মিজানুর রহমানের মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে এতে মিজানুর ও তার চাচা মোতালেব গুরুত্বর আহত হয়। এ সময় সরকারি কলেজ থেকে পরিক্ষা শেষে বের হচ্ছিল কিছু ছাত্র তারা আহতদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
এদিকে, দামুড়হুদা উপজেলার লক্ষীপুরে ট্রাকের ধাক্কায় অটো উল্টে মনির উদ্দীন ও আমেনা গুরুত্বর আহত হয়। এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এ দুর্ঘটনায় আহত মনির উদ্দীনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।