নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় জেল হত্যা দিবসে জাতীয় চার নেতার স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়েছে। শনিবার জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খাঁন তুহিন উপজেলা সদরে মহাসড়কের পাশে নির্মিত চার নেতার স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে উদ্বোধন করেন। এসময় নান্দাইল পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া, নান্দাইল থানার অফিসার ইনচার্জ মো. কামরুল ইসলাম মিঞা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক হাসান মাহমুদ জুয়েল সহ উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য স্বাধীনতার ৪৭ বছর পর এই প্রথম জাতির জনক বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার স্মরনে নান্দাইলে একটি দৃশ্যমান স্মৃতিসৌধ বর্তমান সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খাঁন তুহিনের পরিকল্পনায় পৌরসভার অর্থায়নে পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়ার তত্বাবধানে এই স্মৃতিসৌধ নির্মিত হওয়ায় স্বাধীনতার পক্ষে জনগণ অভিনন্দন জানিয়েছেন।
মঙ্গলবার
২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ