ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে সৃজনে উন্নয়নে বাংলাদেশ শীর্ষক মেলার উদ্বোধন করা হয়েছে। সদর উপজেলা প্রশাসন এর আয়োজনে এ উপলক্ষে মঙ্গলবার রাতে ঝিনাইদহ সদর উপজেলা শিল্পকলা একাডেমীর পরিবেশনায় সরকারের সাফল্য নিয়ে পুরাতন ডিসি কোর্ট মুক্ত মঞ্চে সঙ্গীত পরিবেশন করা হয়। এ সময় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রধান মন্ত্রীর কার্যালয়ের যুগ্ম-সচিব ড. মলয় ভৌমিক, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মুশতাক আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শুভাগত বিশ্বাস, অংকুর নাট্য একাডেমীর সাধারণ সম্পাদক নাজীম উদ্দিন জুলিয়াস, সম্মিলিক সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি একরামুল হক লিকু, সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ মিজান। অনুষ্ঠান পরিচালনা করেন ফিল্ম সোসাইটি সাধারণ সম্পাদক আশরাফুল আলম। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাউল রাসেল, ঐশ্বর্য্য, তৌহিদা আক্তার রাত্রি, শারমিন জোয়ারদার ম্যাডোনাসহ অন্যান্য শিল্পীরা।
মঙ্গলবার
২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ