নিউজ ডেস্ক:জীবননগরের আন্দুলবাড়ীয়া বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারি পরিচালকের নেতৃত্বে হোটেল এ্যান্ড রেস্টুরেন্টসহ ঔষুধ ফার্মেসীতে এ অভিযান পরিচালনা করে। মূল্য তালিকা প্রদর্শন না করা, ওজনে কারচুপি, নোংরা পরিবেশে খাবার তৈরী ও বাসি পঁচা খাবার পরিবেশন করার দায়ে নিউ শিমুল হোটেল এ্যান্ড রেস্টুরেন্টকে ৭ হাজার টাকা, মায়ের দোয়া হোটেল এ্যান্ড রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা ও জননী হোটেল এ্যান্ড রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা জরিমানা করেন। এ সময় ঔষুধ ফার্মেসী ব্যবসায়ীদের নীতিমালা মেনে চলার জন্য সর্তক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারি পরিচালক সজল আহম্মদ। সহযোগিতা করেন জীবননগর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর আনিছুর রহমান, জেলা ড্রাগ কর্মকর্তা সুকর্ন আহম্মদ ও চুয়াডাঙ্গা সদর থানার এএসআই আব্দুল আলিমসহ সঙ্গীয় ফোর্স।
মঙ্গলবার
২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ