চুয়াডাঙ্গার পৃথক সড়ক দুর্ঘটনা : আলমসাধু চালক গরম পানিতে দগ্ধ
নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গার পৃথকস্থানে সড়ক দুর্ঘটনায় ১জন নিহত ও ৩ জনের আহত হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল রোববার সন্ধ্যায় পৃথক স্থানে দুটি দুর্ঘটনা ঘটে। পৃথক এ দুর্ঘটনায় নিহত হয়েছে ঝিনাইদহের হরিনাকু-ু উপজেলার হরিশপুর গ্রামের ইসারত ম-লের ছেলে ভুট্টা মিয়া (৪০)। আহতরা হলো ঝিনাইদহের হরিনাকু-ু উপজেলার হরিশপুর গ্রামের মৃত জিয়ারত আলীর ছেলে মোকসেদ আলী (৪৫), মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগুয়ান গ্রামের কাজী গোলামের ছেলে শাফিকুর রহমান (৪০) ও শাফিকুর রহমানের স্ত্রী আদিজা পারভিন (৩৮)। জানা যায়, রোববার সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গা সদর উপঝেলার ডিঙ্গেদহ থেকে বিচালি ভর্তি আলমসাধু নিয়ে নিজ গ্রামে ফেরার পথে চুয়াডাঙ্গার সরোজগঞ্জের মাঠের মাঝে বিচালি ভর্তি আলমসাধু ভেঙ্গে পড়ে গেলে আলমসাধু চালক মোকসেদ আলী ও আলমসাধু আরোহী বিচালী ব্যবসায়ী ভুট্টা মিয়া গুরুত্বর আহত হয়। এসময় স্থানীরা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এ দুর্ঘটনায় আলমসাধু চালক গুরুত্বর আহত ও ইঞ্জিনের গরম পানিতে শরীরে পিছনের অংশ দগ্ধ হয়েছে। এতে চালকের অবস্থা আশঙ্কামুক্ত হলেও হাসপাতালে সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধিন থাকা অবস্থায় সন্ধ্যারাত ৮টার দিকে আলমসাধু আরোহী বিচালী ব্যবসায়ী ভুট্টা মিয়ার মৃত্যু হয়। এদিকে, মেহেরপুরের মুজিবনগর থেকে মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে অসুস্থ বাবাকে দেখতে আসার পথে আলমসাধুর সাথে ধাক্কা লেগে গুরুত্বর আহত হয়েছে মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগুয়ান গ্রামের কাজী গোলামের ছেলে শাফিকুর রহমান (৪০) ও শাফিকুর রহমানের স্ত্রী আদিজা পারভিন (৩৮)। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কার্পাসডাঙ্গা চন্দ্রঁবাশ নামক স্থানে আলমসাধুর সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এ সময় স্থানীরা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।