নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের নান্দাইলে শনিবার (১৩অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে আর্ন্তজাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান হাবিবুন ফাতেমা পপি সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোঃ আনোয়ারুল আবেদীন খান তুহিন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবি এম সিরাজুল হকের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদা আক্তার, সাংবাদিক হান্নান মাহমুদ, মোঃ আবুল হাসেম ও বিআরডিবি’র চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ তুহিন প্রমুখ। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।






















































