শিরোনাম :
Logo মৃত্যুদণ্ড বজায় রেখে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশের খসড়া অনুমোদন Logo সিরাজদিখানে মরহুম হাজী জয়নাল আবেদীন মাষ্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দুটি ফাইনাল খেলা অনুষ্ঠিত Logo ঢাকায় হামলার প্রতিবাদে খুবিতে প্রকৌশল অধিকার দাবিতে মানববন্ধন Logo চিকিৎসার অভাবে মানবেতর জীবন যাপন করছেন প্রবাসফেরত ইসমাইল হোসেন Logo চিত্রা-নড়াইল জেলা ছাত্রকল্যাণ ফাউন্ডেশনের নেতৃত্বে আরমান ও বোরহান Logo চাঁদপুর সদরের জনবান্ধব ইউএনও সাখাওয়াত জামিল সৈকতকে লক্ষ্মীপুরের এডিসি পদে বদলী Logo বেরোবিতে ভর্তি পরীক্ষার আসন বরাদ্দে অনিময়ের অভিযোগ ; প্রশাসন বলছে শিক্ষার্থীদের বুঝার ভুল Logo প্রকাশিত হয়েছে কবি ও কথাসাহিত্যিক নুরুন্নাহার মুন্নির সাহিত্য পত্রিকা ‘আখ্যান’ Logo পলাশবাড়ী পৌর এলাকায় জমি জবর দখলের অভিযোগ Logo প্রবাসফেরত ইসমাইলের পাশে দাঁড়ালেন এনসিপি নেতা ডা. আরিফুল ইসলাম

দেশীয় অস্ত্র ও বিষ্ফোরকসহ জেএমবির ৪ সদস্য আটক

  • rahul raj
  • আপডেট সময় : ০৯:২৪:১৫ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৪ অক্টোবর ২০১৮
  • ৭৬৪ বার পড়া হয়েছে

মেহেরপুরে গোপন বৈঠকের সময় জেলা গোয়েন্দা পুলিশের অভিযান

নিউজ ডেস্ক: মেহেরপুর শহরের ফৌজাদারীপাড়ায় মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে গোপন বৈঠকের সময় ৪ জেএমবি সদস্যকে বিষ্ফোরক দ্রব্য, দেশীয় তৈরি অস্ত্র ও লিফলেটসহ আটক করেছে।
পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ডিবি পুলিশের পরিদর্শক জুলফিকার আলীর নেতৃত্বে সাব-ইন্সপেক্টর মোস্তফা শওকত ও সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় ডিবি পুলিশের একটি দল এ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রায় ৩০/৪০ জন সেখান থেকে পালিয়ে যায় বলে পুলিশ দাবি করেছে। পালানোর সময় পুলিশ ৪ জনকে আটক করতে সক্ষম হয়েছে। পুলিশ আরো জানায়, অভিযানের সময় তাদের কাছে থেকে উদ্ধার করা হয়েছে লাল টেপ মোড়ানো ৮টি ককটেল, ৩টি পেট্রোল বোমা, একটি রামদা, একটি হাসুয়া, একটি দা,পাঁচটি লোহার রড, জেএমবির সাংগঠনিক কর্মসূচি লেখা একটি খাতা, একটি প্যাড, ২০টি লিফলেট, ৯টি বিভিন্ন আকৃতির ইলেকট্রনিক সার্কিট, ২টি ছোট আকৃতির মোটর, সিমসহ চারটি মোবাইল ও পাঁচ গজ বৈদ্যুতিক তার। আটক জেএমবি সদস্যরা হলেন- মানিকগঞ্জের চরমকিমপুর গ্রামের তারা মিয়ার ছেলে আব্দুল হামিদ (৩২), মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে জাহিদুল ইসলাম বাঙ্গাল (২৪), ঝাউবাড়িয়া নওদাপাড়ার শামিম ইসলামের ছেলে টিপু পারভেজ (২৭) এবং একই উপজেলার ফতেপুর গ্রামের ইয়ারুল ইসলামের ছেলে সোহেল রানা (২৫)।
মেহেরপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, আটকৃতরা দীর্ঘদিন ধরে মেহেরপুরের বিভিন্ন স্থানে গোপন বৈঠক ও প্রশিক্ষণ দিয়ে তাদের অনুসারি তৈরি করার চেষ্টা করে যাচ্ছে। একই সাথে এলাকায় অস্থিতিশীল পরিবেশ তৈরি করার পাঁয়তারা চালাচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছে থেকে বেশ কিছু অনুসারির নামও পাওয়া গেছে। তিনি আরো জানান, মেহেরপুরে আটকৃতরা জেএমবির অন্যতম নেতা গাইবান্ধার মতিন মেহেদীর অনুসারি। মতিন মেহেদী বর্তমানে মৃত্যুদ-প্রাপ্ত হয়ে টাঙ্গাইল জেলা কারাগারে জেল খাটছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মৃত্যুদণ্ড বজায় রেখে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশের খসড়া অনুমোদন

দেশীয় অস্ত্র ও বিষ্ফোরকসহ জেএমবির ৪ সদস্য আটক

আপডেট সময় : ০৯:২৪:১৫ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৪ অক্টোবর ২০১৮

মেহেরপুরে গোপন বৈঠকের সময় জেলা গোয়েন্দা পুলিশের অভিযান

নিউজ ডেস্ক: মেহেরপুর শহরের ফৌজাদারীপাড়ায় মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে গোপন বৈঠকের সময় ৪ জেএমবি সদস্যকে বিষ্ফোরক দ্রব্য, দেশীয় তৈরি অস্ত্র ও লিফলেটসহ আটক করেছে।
পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ডিবি পুলিশের পরিদর্শক জুলফিকার আলীর নেতৃত্বে সাব-ইন্সপেক্টর মোস্তফা শওকত ও সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় ডিবি পুলিশের একটি দল এ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রায় ৩০/৪০ জন সেখান থেকে পালিয়ে যায় বলে পুলিশ দাবি করেছে। পালানোর সময় পুলিশ ৪ জনকে আটক করতে সক্ষম হয়েছে। পুলিশ আরো জানায়, অভিযানের সময় তাদের কাছে থেকে উদ্ধার করা হয়েছে লাল টেপ মোড়ানো ৮টি ককটেল, ৩টি পেট্রোল বোমা, একটি রামদা, একটি হাসুয়া, একটি দা,পাঁচটি লোহার রড, জেএমবির সাংগঠনিক কর্মসূচি লেখা একটি খাতা, একটি প্যাড, ২০টি লিফলেট, ৯টি বিভিন্ন আকৃতির ইলেকট্রনিক সার্কিট, ২টি ছোট আকৃতির মোটর, সিমসহ চারটি মোবাইল ও পাঁচ গজ বৈদ্যুতিক তার। আটক জেএমবি সদস্যরা হলেন- মানিকগঞ্জের চরমকিমপুর গ্রামের তারা মিয়ার ছেলে আব্দুল হামিদ (৩২), মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে জাহিদুল ইসলাম বাঙ্গাল (২৪), ঝাউবাড়িয়া নওদাপাড়ার শামিম ইসলামের ছেলে টিপু পারভেজ (২৭) এবং একই উপজেলার ফতেপুর গ্রামের ইয়ারুল ইসলামের ছেলে সোহেল রানা (২৫)।
মেহেরপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, আটকৃতরা দীর্ঘদিন ধরে মেহেরপুরের বিভিন্ন স্থানে গোপন বৈঠক ও প্রশিক্ষণ দিয়ে তাদের অনুসারি তৈরি করার চেষ্টা করে যাচ্ছে। একই সাথে এলাকায় অস্থিতিশীল পরিবেশ তৈরি করার পাঁয়তারা চালাচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছে থেকে বেশ কিছু অনুসারির নামও পাওয়া গেছে। তিনি আরো জানান, মেহেরপুরে আটকৃতরা জেএমবির অন্যতম নেতা গাইবান্ধার মতিন মেহেদীর অনুসারি। মতিন মেহেদী বর্তমানে মৃত্যুদ-প্রাপ্ত হয়ে টাঙ্গাইল জেলা কারাগারে জেল খাটছেন।