মেহেরপুর প্রতিনিধি ॥ মেহেরপুর তহবাজার ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনী তফশীল ঘোষণা করা হয়েছে। গতকাল বিকালে তহবাজার ব্যবসায়ী সমিতির অফিস কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এ্যাড. কামরুল হাসান, সদস্য মাহাবুব চান্দু ও আব্দুল সালাম নির্বাচনী তফশীল ঘোষণা করেন। খসড়া ভোটার তালিকা প্রকাশ ২০শে সেপ্টেম্বর, আপত্তি দাখিল , আপত্তি নিষ্পত্তি ২১ তারিখে, চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২২ তারিখে, মনোয়নপত্র সংগ্রহ ২৪ তারিখে, বৈধ্য তালিকা প্রকাশ ২৭ তারিখে, মনোয়নপত্র প্রত্যাহার ২৯ তারিখে, প্রতিক বরাদ্দ ৩০ তারিখে, চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১লা অক্টোবর, ১২ তারিখে সমিতির অফিস কার্যালয়ে সকাল ১০টা হতে বিকেল ৪টা পর্যন্ত বিরতিবিহীন ভাবে ভোট গ্রহন করা হবে।





















































