নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গা সদরের আকন্দবাড়িয়ায় আবগারী পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়ায় আলোচিত মাদকব্যবসায়ী জুলিয়ার বাড়িতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ মাদকবিরোধী অভিযান চালায়। এতে বাড়ি থেকে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে আবগারী পুলিশ। এ ঘটনায় মাদকব্যবসায়ী জুলিয়ার নামে দায়ের করা হয়েছে মামলা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস সুত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণের (আবগারী) উপ-পরিচালক আবুল হোসেনের নেতৃত্বে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মফিজ, ইন্সপেক্টর নাঈম, এএসআই আকবারসহ সঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামের কলুপাড়ায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় এলাকার রবিউল মোল্লার স্ত্রী মাদক স¤্রাজ্ঞি খ্যাত আলোচিত রশিদার মেয়ে আলোচিত জুলিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ঘরের মধ্য থেকে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। মাদকবিরোধী অভিযানে আবগারী পুলিশের উপস্থিতি টেরপেয়ে বাড়ি থেকে পালিয়ে যায় মাদক স¤্রাজ্ঞি স্বামী পরিত্যাক্তা আলোচিত জুলিয়া। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় জুলিয়াকে পলাতক আসামী দেখিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।