নান্দাইলে পূর্ব নান্দাইলে পূর্ব শত্রুতার আক্রোশে হাঁসের খামারে বিষ প্রয়োগে ২শতাধিক হাঁস নিধন !

0
30

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহে নান্দাইল উপজেলার সিংদই গ্রামের একটি হাঁসের খামারে বিষ প্রয়োগে ২শতাধিক হাঁস নিধন করার অভিযোগে নান্দাইল মডেল থানার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ থেকে জানা গেছে, সিংদই গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের পুত্র আঃ মোতালিবের হাঁসের খামারে গত ১৪ই জুলাই দিবাগত রাতে একই গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র জামাল উদ্দিন হাবিবুর রহমানের পুত্র স্বপন মিয়া ও মোরশেদ আলীর পুত্র লিয়াকত আলী গংরা ভাতের সাথে বিষ মিশিয়ে হাঁসের খামারে ছিটিয়ে দিলে তা খামারের হাঁসগুলো খেয়ে ফেলায় প্রায় ২শতাধিক হাঁস মারা যায়। এ ঘটনায় এলাকার জনমনে চরম ক্ষোভ দেখা যায়। ঘটনার অভিযোগকারী সিংদই গ্রামের ফয়েজ উদ্দিনের পুত্র আবু সিদ্দিক জানান, অভিযুক্ত ব্যক্তিরা গত ১০জুলাই তাঁকে এবং তার পুত্র ও বড় ভাইয়ের স্ত্রী রেহেনা আক্তার (৫০) দেমর মারপিট করে গুরুতর আহত করে। গুরুতর আহত রেহেনা আক্তার বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এরই জের ধরে উল্লেখিত অভিযোগ ব্যক্তিরা হাঁসের খামারে বিষ প্রয়োগ করে হাঁসগুলোকে মেরে ফেলে।