চাঁদপুরের কচুয়া থানার বিশেষ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজাপ্রাপ্ত তুহিন নামের এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ ডিসেম্বর চাঁদপুরের পুলিশ সুপার মোঃ রবিউল হাসানের তত্ত্বাবধানে এবং কচুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আব্দুল হাই চৌধুরীর নির্দেশনায় কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
বিশেষ অভিযানে কচুয়া থানাধীন আশ্রাফপুর এলাকা থেকে সাজাপ্রাপ্ত আসামি মোঃ তুহিন হোসেনকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামিকে সোমবার যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আটককৃত ওই যুবক একই উপজেলার আশ্রাফপুর গ্রামের বিল্লাল হোসেনের পুত্র।
কচুয়া থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং আইনের আওতায় এনে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


















































