জঙ্গী ও মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে : স্পিকার

  • আপডেট সময় : ১০:০০:০০ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০১৭
  • ৭৫১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মুক্তিযুদ্ধের চেতনায় জঙ্গী ও মাদকমুক্ত সমাজ গঠনের ওপর গুরুত্ব আরোপ করেছেন।
তিনি বলেছেন, জঙ্গী ও মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কারণ ছেলেমেয়েদের জ্ঞানদান ও লেখাপড়া শিখিয়ে মানবসম্পদ তৈরির কাজ শিক্ষকরাই করে থাকেন।
স্পিকার আজ বুধবার বিকেলে রংপুরের পীরগঞ্জে উপজেলা প্রশাসন আয়োজিত এক শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
রংপুরের জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে এ সমাবেশে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
ড. শিরীন শারমিন এ সমাবেশকে ব্যতিক্রমধর্মী ও অন্যন্য আয়োজন হিসেবে উল্লেখ করে শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারাই তো আমাদের হাতেখড়ি দিয়েছেন, আপনাদের কাছেইতো লেখাপড়া শেখা শুরু করেছি। সেটার কৃতিত্ব সম্পূর্ণ আপনাদের।’
তিনি বলেন, জাতি গঠনে এবং জ্ঞানদানে একজন শিক্ষকের যে নিবেদিত ভূমিকা, একজন শিক্ষকের সন্তান হিসেবে তা দেখা ও জানার সুযোগ হয়েছে। সমাবেশে শিক্ষক প্রতিনিধিদের বক্তব্যে উঠে আসা নানা সমস্যা সমাধানে শিক্ষামন্ত্রীর সাথে শিগগিরই আলোচনার প্রতিশ্রুতি দেন তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জঙ্গী ও মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে : স্পিকার

আপডেট সময় : ১০:০০:০০ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০১৭

নিউজ ডেস্ক:

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মুক্তিযুদ্ধের চেতনায় জঙ্গী ও মাদকমুক্ত সমাজ গঠনের ওপর গুরুত্ব আরোপ করেছেন।
তিনি বলেছেন, জঙ্গী ও মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কারণ ছেলেমেয়েদের জ্ঞানদান ও লেখাপড়া শিখিয়ে মানবসম্পদ তৈরির কাজ শিক্ষকরাই করে থাকেন।
স্পিকার আজ বুধবার বিকেলে রংপুরের পীরগঞ্জে উপজেলা প্রশাসন আয়োজিত এক শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
রংপুরের জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে এ সমাবেশে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
ড. শিরীন শারমিন এ সমাবেশকে ব্যতিক্রমধর্মী ও অন্যন্য আয়োজন হিসেবে উল্লেখ করে শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারাই তো আমাদের হাতেখড়ি দিয়েছেন, আপনাদের কাছেইতো লেখাপড়া শেখা শুরু করেছি। সেটার কৃতিত্ব সম্পূর্ণ আপনাদের।’
তিনি বলেন, জাতি গঠনে এবং জ্ঞানদানে একজন শিক্ষকের যে নিবেদিত ভূমিকা, একজন শিক্ষকের সন্তান হিসেবে তা দেখা ও জানার সুযোগ হয়েছে। সমাবেশে শিক্ষক প্রতিনিধিদের বক্তব্যে উঠে আসা নানা সমস্যা সমাধানে শিক্ষামন্ত্রীর সাথে শিগগিরই আলোচনার প্রতিশ্রুতি দেন তিনি।