নিউজ ডেস্ক:
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ”আওয়ামী লীগ ‘আরামদায়ক প্রস্থানের’ পথ খুঁজছে। তারা এতো অপকর্ম করেছেন যে ক্ষমতায় না থাকলে রেহাই পাবেন না।
”
তিনি বলেন, ”দেশের বিচার ব্যবস্থায় সংকটকাল অতিক্রম করছে। দেহত্যাগের ভয়ে প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে হয়েছে। প্রধান বিচারপতিবিহীন বিচার ব্যবস্থা চলতে পারে না। ”
বুধবার খুলনায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। খুলনা মহানগর বিএনপি এ সভার আয়োজন করে।
গয়েশ্বর রায় বলেন, ”গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে আওয়ামী লীগের জন্ম হলেও আজ সে আদর্শ থেকে অনেক দূরে সরে গেছে। এজন্য তারা ভোট ছাড়াই ক্ষমতায় থাকতে চায়। ”
মহানগর সভাপতি এমপি নজরুল ইসলাম মঞ্জু আলোচনা সভায় সভাপতিত্ব করেন। বক্তৃতা করেন বিএনপি নেতা এম নুরুল ইসলাম, অ্যাড. আব্দুস সালাম আজাদ, অনিন্দ্য ইসলাম অমিত, কেসিসি’র মেয়র মনিরুজ্জামান মনি প্রমুখ।