শিরোনাম :
Logo শেখ হাসিনা তরুনদের শরীরে ফ্যাসিবাদ বিরোধী ভ্যাকসিন দিয়ে গেছেন: ফারুক ওয়াসিফ Logo বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে এআই: ডাব্লিউটিও Logo আফগানিস্তানকে টপকে নবম স্থানে বাংলাদেশ Logo বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে Logo ইউএনজিএ-তে যোগ দিতে ২২ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করবেন প্রধান উপদেষ্টা: রোহিঙ্গা, সংস্কার ও গণতন্ত্র ইস্যু প্রাধান্য পাবে এজেন্ডায় Logo কয়রায় মিথ্যা মানববন্ধনের অভিযোগে সংবাদ সম্মেলন Logo পলাশবাড়ীতে ভেঙ্গেপড়া ব্রীজ দিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলাচল। Logo সিরাজগঞ্জে রেলওয়ে প্রকল্প থেকে রেলের শীট ও ভ্যান জব্দ, চুরি আতঙ্কে এলাকাবাসী Logo সিরাজগঞ্জে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন Logo চাঁদপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার এস এম এন জামিউল হিকমা

সালমান খানের দেহরক্ষীর বিরুদ্ধে হেনস্থার অভিযোগে মামলা !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:১১:১১ পূর্বাহ্ণ, রবিবার, ২২ অক্টোবর ২০১৭
  • ৭৬২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বলিউড তারকা সালমান খানের দেহরক্ষী শেরার বিরুদ্ধে হেনস্থা ও হুমকি দেওয়ার অভিযোগে খার থানায় মামলা দায়ের করেছেন এক নারী। ওই নারীর নাম শবনম আব্দুল হামিদ শেখ।

তিনি মুম্বাইয়ের বান্দ্রার বাসিন্দা। একটি পোশাকের দোকানের মালিক। এছাড়া একটি নিরাপত্তারক্ষী সরবরাহকারী সংস্থার ডিরেক্টরও।

প্রসঙ্গত, প্রাক্তন বিগ বস প্রতিযোগী, জুবের খান যিনি বিগ বসের সঞ্চালক সালমান খানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন, তিনিই শবনমের কাছে গিয়েছিলেন সাহায্যের জন্যে। এরপর শবনমের কাছে শেরা নামের এক ব্যক্তির থেকে ফোন আসে গত ২০ অক্টোবর।

সেই সময় শবমন তাঁকে বলেন, তিনি তাঁকে চেনেন না। তখন সেই ব্যক্তি ওই নারীকে বলেন, তিনি সালমানের দেহরক্ষী। তারপর তিনি বলেন, তাঁরা কেন ভাইজানকে সমস্যায় ফেলছেন। যা সমস্যা হয়েছে, সেটা নিজেদের মধ্যে মিটিয়ে নিতে।

তখন শবনম ওই ব্যক্তিকে বলেন, তিনি এই সমস্যা কখনওই নিজেদের মধ্যে মিটিয়ে নেবেন না। প্রসঙ্গত, তিনি এন্ডেমল, কালরস, বিগ বস এবং সালমানের বিরুদ্ধে মামলা করবেন। তখনই শুরু হয় শেরার শবনমকে হুমকি দেওয়া ও হেনস্থা করা।

এরপরই ওই নারী জানান, শেরা যে তাঁকে ফোন করেছিলেন, সেই কল তিনি রেকর্ড করে রেখেছেন। সেটাই তিনি থানায় দেবেন তাঁকে হেন্স্থা করার প্রমাণ হিসেবে। ভারতীয় দণ্ডবিধির ৫০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

এ প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে শেরা জানান, তিনি শবনম নামের কাউকে চেনেন না। এরকম কারও সঙ্গে তিনি কখনও কথা বলেননি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনা তরুনদের শরীরে ফ্যাসিবাদ বিরোধী ভ্যাকসিন দিয়ে গেছেন: ফারুক ওয়াসিফ

সালমান খানের দেহরক্ষীর বিরুদ্ধে হেনস্থার অভিযোগে মামলা !

আপডেট সময় : ১১:১১:১১ পূর্বাহ্ণ, রবিবার, ২২ অক্টোবর ২০১৭

নিউজ ডেস্ক:

বলিউড তারকা সালমান খানের দেহরক্ষী শেরার বিরুদ্ধে হেনস্থা ও হুমকি দেওয়ার অভিযোগে খার থানায় মামলা দায়ের করেছেন এক নারী। ওই নারীর নাম শবনম আব্দুল হামিদ শেখ।

তিনি মুম্বাইয়ের বান্দ্রার বাসিন্দা। একটি পোশাকের দোকানের মালিক। এছাড়া একটি নিরাপত্তারক্ষী সরবরাহকারী সংস্থার ডিরেক্টরও।

প্রসঙ্গত, প্রাক্তন বিগ বস প্রতিযোগী, জুবের খান যিনি বিগ বসের সঞ্চালক সালমান খানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন, তিনিই শবনমের কাছে গিয়েছিলেন সাহায্যের জন্যে। এরপর শবনমের কাছে শেরা নামের এক ব্যক্তির থেকে ফোন আসে গত ২০ অক্টোবর।

সেই সময় শবমন তাঁকে বলেন, তিনি তাঁকে চেনেন না। তখন সেই ব্যক্তি ওই নারীকে বলেন, তিনি সালমানের দেহরক্ষী। তারপর তিনি বলেন, তাঁরা কেন ভাইজানকে সমস্যায় ফেলছেন। যা সমস্যা হয়েছে, সেটা নিজেদের মধ্যে মিটিয়ে নিতে।

তখন শবনম ওই ব্যক্তিকে বলেন, তিনি এই সমস্যা কখনওই নিজেদের মধ্যে মিটিয়ে নেবেন না। প্রসঙ্গত, তিনি এন্ডেমল, কালরস, বিগ বস এবং সালমানের বিরুদ্ধে মামলা করবেন। তখনই শুরু হয় শেরার শবনমকে হুমকি দেওয়া ও হেনস্থা করা।

এরপরই ওই নারী জানান, শেরা যে তাঁকে ফোন করেছিলেন, সেই কল তিনি রেকর্ড করে রেখেছেন। সেটাই তিনি থানায় দেবেন তাঁকে হেন্স্থা করার প্রমাণ হিসেবে। ভারতীয় দণ্ডবিধির ৫০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

এ প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে শেরা জানান, তিনি শবনম নামের কাউকে চেনেন না। এরকম কারও সঙ্গে তিনি কখনও কথা বলেননি।