সুমন আলী খাঁন, হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় হিন্দু র্ধমল্মবী এক যুবক হিন্দু র্ধম ত্যগ করে ইসলাম র্ধম গ্রহন করেছে। হবিগঞ্জ বিজ্ঞ নোটারী পাবলিক এফিডেফিট এর তথ্য অনুযায়ী জানাযায়, নবীগঞ্জ উপজেলার দত্তগ্রামের হেলন রায়ের ছেলে সবুল রায় (২৪) ইসলামিক রীতিনিতী আচার আচরন অনুষ্টানিতী লক্ষ্য করে ইসলাম র্ধম সঠিক র্ধম মনে করে নিজ ইচ্ছায় সুস্থ মস্তিস্কে ইসলাম র্ধম গ্রহন করেন। ইসলাম র্ধম গ্রহন করার পর সবুল রায়ের পরির্বতে নাম রাখা হয় আব্দুর রহমান (২৪)। এফিডেফিটের তথ্য অনুযায়ী আরও জানাযায়, ইসলাম র্ধমের আর্দশ উদ্ভুদ্ধ হয়ে ইসলাম র্ধম গ্রহনের সিদ্ধান্ত নিয়ে জনৈক মৌলানার মাধ্যমে কালিমা পাঠ করে অন্তরে বিশ্বাস স্থাপন করে ইসলাম র্ধম গ্রহন করেছেন। আরও উল্লেখ করা হয় যে তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিতায় হানাফী মাযহাব অনুসরন করে যথাযথ ইসলামীক নিয়ম কানন মেনে চলার অঙ্গিকার বদ্ধ করেন। এতে তিনি র্ধম ত্যগের পাশাপাশি পিতা মাতা ভাই আত্তীয় স্বজনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। শক্রবার (১৩ অক্টোবর) বাদ জুম্মা ইসলামিক নিয়ম অনুযায়ী সুন্নতি খাৎনা করা হয়।























































