মেহেরপুর প্রতিনিধিঃ কেন্দ্রীয় আমির,সেক্রেটারী জেনারেলসহ শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সামাবেশ করেছে জেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সরকারী কলেজের রেজাউর চত্তর থেকে শুরু করে কলেজ মোড় প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে অন্যদের মধ্যে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা, সহ-সভাপতি জুনায়েদ ইমতিয়াজ, তারিকুল ইসলাম, শাহউল্লাহ সোহাগ, যুগ্ম সম্পাদক তহিদুল ইসলাম টিটু, ইয়াকুব আলী, সাংগঠানিক সম্পাদক সেফিক মাহমুদ, শাহিদ আলম, দপ্তর সম্পাদক সাজেদুর রহমান সেতু, শহর ছাত্রলীগের সভাপতি আরিফ শেখ, সরকারী কলেজ শাখার সভাপতি কুদরত ই খোদা রুবেল, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সদস্য শোভন সরকারসহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রবিবার
২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ